Car Accident

মিরিকে খাদে গাড়ি পড়ে মৃত ৩

রাজ্য জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে ফের পাহাড়ি খাদে গড়িয়ে পড়লো যাত্রী বোঝাই গাড়ি। দুর্ঘটনায় ১ মহিলা সহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৬ জন। বুধবার নেপালের কাঁকড়ভিটা থেকে মিরিক যাবার রাস্তায় মিরিকের পুটুঙের কাছে নলদারায় এই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন। পাহাড়ি খাদে প্রায় ১৫০ ফুট নীচে গভীর খাদে গড়িয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী গাড়িটি। যাত্রী নিয়ে পাহাড়ের পথ ধরে নীচের দিকে নামছিলো। উল্টোদিক থেকে একটি গাড়ি এসে পাড়ায় সেই সময় যাত্রীবাহী গাড়িটি পেছনের দিকে ব্যাক করার চেষ্টা করে। সেই সময় সোজা যাত্রী সহ খাদে গড়িয়ে পড়ে গাড়িটি। জানা গেছে, গাড়িটি পাহাড়ি খাদে গড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের মধ্যে পাঁচজনকে নকশালবাড়ি হাসপাতাল এবং পানিঘাটা স্বাস্থ্য কেন্দ্রে আটজনকে ভর্তি করা হয়েছে। আহত বাকি তিনজন মিরিক হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পানিঘাটা থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে নকশালবাড়ি ব্লক হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়েন। পরে খবর পেয়ে পানিঘাটা থানার পূলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত নিহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও উদ্ধার করা হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment