Telangana Blast

তেলঙ্গানায় মৃত তপনের যুবক, পরিবারের পাশে নেতৃবৃন্দ

জেলা

তেলঙ্গানার রাসয়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দক্ষিণ দিনাজ পুরের এক শ্রমিক। শুভদীপ সরকার(২৪)। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের লস্কর হাটের কাশীকুড়ি গ্রামের বাসিন্দা। ফ্যাক্টরির ভিতর বিষ্ফোরণে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পরেই ওই শ্রমিকের গ্রামের বাড়িতে শনিবার রাতেই দেহ ফেরার কথা রয়েছে।
শুক্রবার মৃত শ্রমিকের পরিবারের পাসে দাঁড়ালো সিপিআই(এম)নেতৃত্ব। পরিবারের পাসে থেকে যথাসাধ্য সাহায্য করার আশ্বাস দিলেন তাঁরা। এদিন সিপিআই(এম) দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নন্দলাল হাজরা,  তপন এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস সহ পার্টি কর্মীরা মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। বিভিন্ন এই বিষয়ে প্রশাসনিক ও আইনগত যথাসাধ্য সাহায্যের আশ্বাস দেন।
গত সোমবার সকালে কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে তেলঙ্গানার পশামায়লারমে  ওষুধ তৈরির কারখানায় চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ৩৮ জন শ্রমিকের। কোম্পানির হিসাবে, ৪০ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং দু’তলা কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়। পুড়ে গিয়েছে সবকিছুই।
এই খবর শোনার পরেই উদ্বিগ্ন হয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের লস্কর হাটের কাশীকুড়ি গ্রামের বাসিন্দা শুভদীপ সরকারের পরিবার। ওই পরিবারের বছর চব্বিশের যুবক কাজ করতেন ওই কারখানায়। এদিন মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment