Editorial

অসভ্য বর্বররাও লজ্জা পাবে

সম্পাদকীয় বিভাগ

যেমনটা অনুমান করা হয়েছিল শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সেটাই করেছে। উগ্র, পশ্চাৎপদ এবং সভ্য ও আধুনিক সভ্যতা থেকে শত যোজন পেছনে থাকা হিন্দুত্ববাদীদের আবদার মেনে মোদী সরকার বন্ধই করে দিল জম্মুর শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিক্যাুল কলেজ। মাত্র কয়েক মাস আগে মেডিক্যাদল কলেজ চালুর এবং ৫০টি আসনের অনুমোদন দিয়েছিল যে ন্যাশনাল মেডিক্যােল কমিশন তারাই আবার তুঘলকি ঘোষণা করে দিয়েছে সেই অনুমোদন। এরই মধ্যে অবশ্য সর্বভারতীয় নিট পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করে ভর্তি হয়ে গিয়েছিল ৫০জন মেডিক্যারল পড়ুয়া। এখন তাদের জম্মু ও কাশ্মীরের অন্যান্য মেডিক্যা ল কলেজগুলিতে ভাগ করে পড়ার সুযোগ করে দেওয়া হবে। যেহেতু সব মেডিক্যাড়ল কলেজেই সব আসনে পড়ুয়ারা ভর্তি হয়ে গেছে তাই এই ৫০ জনের জন্য এককালীন ৫০টি অতিরিক্ত আসন বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।
নজিরবিহীন হলো মেডিক্যা ল কলেজের অনুমোদন বাতিল হবার ঘটনায় ধর্মান্ধ হিন্দুত্ববাদীরা এতটাই উৎফুল্ল ও আনন্দে আত্মহারা হয়ে পড়েছে যে রীতিমতো ঢোল-কাঁসর-ঘণ্টা নিয়ে রাস্তায় নেমে পড়ে উৎসব পালন করতে। অবশ্য মেডিক্যা ল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় তারা যতটা আনন্দ পেয়েছে তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে মুসলিম ছাত্রদের আটকানো গেছে বলে। তাদের দাবি হিন্দু দেবীর নামাঙ্কিত মেডিক্যা ল কলেজে কেন মুসলিম ছেলে-মেয়েরা পড়বে! প্রসঙ্গত নতুন এই মেডিক্যাাল কলেজের প্রথম যে ৫০জন পড়ুয়া ভর্তি হয় তাদের মধ্যে ৪২জন মুসলিম, ৭জন হিন্দু এবং একজন শিখ। সকলেই সর্বভারতীয় পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করে ভর্তি হয়েছে। হিন্দুত্ববাদীরা চায় এখানে শুধু হিন্দুরাই পড়বে। কোনও মুসলিম ছাত্র পড়বে না। এটাই আরএসএস-বিজেপি পরিচালিত আজকের ভারত। এই ভারতে মূর্খরা চায় যোগ্যতার বিচারে নয় ধর্মের বিচারে ডাক্তারি পড়ার সুযোগ দেওয়া হোক। মোদী সরকার সেই দাবি মেনে নিয়ে বিশ্বে নতুন ইতিহাস রচনা করেছে।
নিট পরীক্ষায় হিন্দুত্ববাদীদের পছন্দের হিন্দুদের থেকে যদি মুসলিমরা বেশি যোগ্যতা প্রমাণ করে তাহলে যোগ্যদের ভর্তি হওয়াই স্বাভাবিক। নিয়ম অনুযায়ী সেটাই হয়েছে। কিন্তু আরএসএস’র ছত্রছায়ায় লালিত-পালিত হিন্দুত্ববাদীরা বিজেপি’র সমর্থনে ও মদতে আন্দোলনের নামে চরম বিশৃঙ্খলা শুরু করে। প্রশাসন যথারীতি দর্শকের ভূমিকা নেয়। হিন্দুত্ববাদীদের দাবি কোনও মুসলিম এই কলেজে পড়তে পারবে না। বর্তমান আইনে যখন মুসলিমদের সরানো সম্ভব নয় তখন মোদী সরকার গোটা মেডিক্যা ল কলেজটাই বন্ধ করে দিল। এটাই মোদীদের আসল বিকশিত ভারত। মাথা ব্যথা যখন সারানো যাচ্ছে না তখন মাথাটাই কেটে ফেলো।

Comments :0

Login to leave a comment