ছত্তিশগড়ের জেলে আটক খ্রীস্টান সন্ন্যাসিনীদের সঙ্গে দেখা করতে দেওয়া হলো না বামপন্থীদের প্রতিনিধিদলকে। বিজেপি প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
গত শুক্রবার কেরালার এই নানদের অপহরণ, মানবপাচার এবং ধর্মান্তর করানোর অভিযোগে গ্রেপ্তার করে ছত্তিশগড়ের পুলিশ।
মঙ্গলবার সিপিআই(এম)’র পক্ষে বৃন্দা কারাত এবং সাংসদ কে রাধাকৃষ্ণন ও এএ রহিমের পাশাপাশি সিপিআই নেত্রী অ্যানি রাজা, কেরালা কংগ্রেস (এম)’র সাংসদ কে মনি দুর্গ জেলে যান বন্দি নানদের সঙ্গে দেখা করতে। কিন্তু তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। কড়া প্রতিবাদ জানানোয় বুধবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।
সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে, নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের পরিস্থিতি বুঝতে প্রাথমিকভাবে বাধা দেওয়ার পদক্ষেপে বোঝা যায় মানবাধিকারের প্রশ্নে ছত্তিশগড় প্রশাসনের অবজ্ঞা কতদূর। এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক রীতিনীতি বিরোধী, তদন্ত চেপে দেওয়া এবং বিরোধী স্বর দমনের চেষ্টা স্পষ্ট।
পলিট ব্যুরো বলেছে, খ্রীস্টান সন্ন্যাসিনীদের বিরুদ্ধে তোলা অভিযোগের ভিত্তি নেই। তাঁদের মৌলিক অধিকার হরণ হয়েছে। এই ঘটনা বিচ্ছিন্ন নয়। সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করা ও হেনস্তা করার সামগ্রিক পরিকল্পনার অংশ। এই গ্রেপ্তারি করা হয়েছে বজরঙ দলের নির্দেশে। সংবিধানে সব ধর্মাবলম্বীদের অবাধে এবং শান্তিপূর্ণভাবে ধর্মপালনের অধিকার দেওয়া হয়েছে। তা রক্ষা করা জরুরি।
Nun Arrested Chhattisgargh
বন্দি খ্রীস্টান সন্ন্যাসিনীরা, দেখা করতে বাধা বৃন্দা কারাতদের
×
Comments :0