মঙ্গলবার সকালে দেখা মিললো চিতাবাঘের। বাড়ির শৌচাগারের মধ্যে ঘাপটি মেরে বসেছিলো চিতাবাঘ। শৌচাগারে যেতেই যুবকের ওপর ঝাপিয়ে পড়ে হামলা চালালো। চিতাবাঘের হামলায় গুরুতর জখম হয়েছেন অভিষেক প্রসাদ(২৮) নামে এক যুবক। তাঁকে দ্রুত উদ্ধার করে মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩নম্বর গেটের কাছে শান্তিপুরে এই ঘটনা ঘটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
জানা গেছে, শান্তিপুর এলাকার বাসিন্দা বিশ্বনাথ দে ও প্রিয়াঙ্কা দে নামে এক দম্পতির বাড়িতে জখম যুবক অভিষেক ভাড়া থাকেন। এদিন সকালে কাজে বের হবার জন্য তৈরি হচ্ছিলেন। বাগডোগরার জঙ্গল থেকে চিতাবাঘটি বেরিয়ে সোজা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট লাগোয়া শান্তিপুর এলাকায় ওই দম্পতির বাড়ির শৌচালয়ে ঢুকে ঘাপটি মেরে লুকিয়ে ছিলো। সকালে অভিষেক শৌচালয়ে ঢুকতেই যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ে। কোনরকমে প্রাণে বাঁচেন ওই যুবক। যুবকের ওপর আক্রমণ করে পালিয়ে যাবার সময় চিতাবাঘটি আরও এক যুবকের ওপর হামলা চালায়। তবে তাঁর আঘাত গুরুতর নয়। এরপর চিতাবাঘটি এলাকা ছেড়ে পালিয়ে যায়। আর চিতাবাঘটির দেখা মেলেনি। এদিকে চিতাবাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত বাগডোগরা বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। চিতাবাঘের সন্ধানে এলাকায় তল্লাশি শুরু করে। কিন্তু চিতাবাঘের খোঁজ মেলেনি। এলাকায় বনদপ্তরের তরফে সতর্কতামূলক মাইকিং শুরু করা হয়। এদিন বাড়ির মালিক বিশ্বনাথ দে বলেন, সকাল বেলায় চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখতে পাই অভিষেক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মুখে, হাতে, বুকে আঁচড়ের দাগ। পরে ও জানায় চিতাবাঘ হামলা করেছে। ভীষনভাবে ভীত হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছি। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা দে বলেন, এর আগেও একবার চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে। মাঝেমধ্যে হাতিও ঢুকে পড়ে। আতঙ্কিত আমরা।
এই প্রসঙ্গে বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, চিতাবাঘের হামলার খবর মিলেছে। বনকর্মীরা এলাকায় তল্লাশি শুরু করেছে। বনকর্মীদের একটি টিম মোতায়েন করা হয়েছে এলাকায়। পাশাপাশি মাইকিং চলছে। চিতাবাঘের হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। ঘন জঙ্গল রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ন এলাকাতেও বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘন জঙ্গল পথ ধরে বাগডোগরার জঙ্গলে চিতাবাঘটি ফিরে গেছে বলে বনকর্মীদের প্রাথমিক অনুমান।
Leopard
শৌচাগারে চিতাবাঘ, রক্তাক্ত যুবক, শিলিগুড়িতে আতঙ্ক
×
Comments :0