ABPTA Jalpaiguri

১০ হাজারের বেশি ছাত্রছাত্রী অংশ নিল মেধা উৎকর্ষ অভিযানে

জেলা

এবিপিটিএ আয়োজিত মেধা উৎকর্ষ অভিযানে ছাত্রছাত্রীদের এমনই সাড়া ছিল বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে। ছবি: দীপশুভ্র সান্যাল

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের স্বার্থে গোটা রাজ্যের সাথে জলপাইগুড়িতে ও সংগঠিত হলো ‘নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান ২০২৫’। 
জলপাইগুড়ি জেলার ১৮টি সার্কেলে ৬১টি সেন্টারে সরকারি পরিকাঠামোর মধ্যে থাকা বিদ্যালয় গুলির দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির মোট ১০ হাজারের কিছু বেশি  ছাত্র-ছাত্রী ‘নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান ২০২৫’-এ অংশগ্রহণ করেছে। জেলায় সুষ্ঠু এবং সুন্দরভাবে এই মেধা উৎকর্ষ অভিযানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের আহবানে ১৫০০ শিক্ষক শিক্ষিকা যুক্ত ছিলেন এই সেন্টার গুলিতে। 
বিগত দু’বছরের মত এবছর ও শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক ও অভিভাবকিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।  বেশ কিছু সেন্টারকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছিল। প্রতিটি সেন্টারে উৎসবের পরিবেশ লক্ষ্য করা যায়। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, শিশুদের শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবার লক্ষে তাদের উৎকর্ষ বৃদ্ধি জন্য ও মূল্যায়নের জন্য এই উদ্যোগ রাজ্যের সব জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও  নেওয়া হয়েছে। 
বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্র বান্ধব পরিবেশ তৈরি করা হয়। কার্টুন বেলুন দিয়ে সাজানো হয়।

Comments :0

Login to leave a comment