দেশের রাজধানী দিল্লিতে বেড়েই চলেছে দূষণ। এর বিরুদ্ধে পথে নামলেন পরিবেশ কর্মী সহ বহু মানুষ। রবিবার ইন্ডিয়া গেটের সামনে তাঁরা বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীরা তাঁদের সন্তানদের সঙ্গে নিয়ে এসেছিলেন। তাঁরা দাবি করেছেন দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকারকে স্থায়ী পদক্ষেপ নিতে হবে। পরিবেশবিদ ভাবরীন খান্ডারি বলেন, "আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চাই। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছি। কিন্তু তিনি আমাদের দেখা করার সময় দেননি।"
তিনি আরও বলেন, "এত বাবা-মা এখানে এসেছেন কারণ তাদের সন্তানরা কষ্ট পাচ্ছে। দিল্লিতে প্রতি তিনজন শিশুর মধ্যে একজন ফুসফুস সংক্রাণ্ত রোগের শিকার হচ্ছে। তারা দূষিত বাতাসের মধ্যে বেড়ে ওঠার কারণে প্রায় ১০ বছরের আয়ু কমে যাচ্ছে।
বিক্ষোভকারীরা বলেন আগে দিল্লি গ্রীন ক্যাপিটাল হিসাবে চিহ্নিত হতো। বর্তমানে পৃথিবীর দূষিত শহর গুলির মধ্যে অন্যতম। রাজনৈতিক নেতারা একজন অন্যকে দায়ী করছেন কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছেন না।
Comments :0