মণ্ডা মিঠাই
মিলে সুর মেরা তুমহারা...
------------------------------
কৃশানু ভট্টাচার্য্য
------------------------------
৯ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
আজকে যারা বয়সের নিরিখে চল্লিশের ওপারে তাদের জীবনে বিনোদন বলতে ছিল সাদা কালো টেলিভিশন। একসময় ঐ টিভির পর্দায় দেখা দিয়েছিলেন দেশের নানা রাজ্যের খ্যাতনামা সুরকার, গায়ক, অভিনেতা, ক্রীড়াবিদ সহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। সবার কন্ঠে ছিল একই বার্তা, এক সুর। ভাষা ছিল আলাদা আলাদা। আর শপথ ছিল এক- এ দেশ সকলের। সুরের বিভিন্নতা আছে , কিন্তু রয়েছে একটি ঐক্যের সুর। আসলে সে সময়টা ছিল একটু গোলমেলে। দেশের নানা প্রান্তে মাথা তুলতে শুরু করেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। আর সে সময় সারাদেশে নাগরিকদের মধ্যে প্রয়োজন ছিল একতার বার্তা ছড়িয়ে দেবার। দেশের নানা প্রান্তের সৃজনশীল ব্যক্তিদের একত্রিত করে তাই তৈরি হয়েছিল একটি ভিডিও - মিলে সুর মেরা তুমহারা।
এর পর কেটে গেছে অনেক বছর। দেশের নানা প্রান্তের সুর একত্রিত করে পরে তৈরি হয়েছে - বজে সরগম। দেশকে পোলিও মুক্ত করার জন্য টিকাকরণ প্রকল্পকে জনপ্রিয় করতে প্রচার হয়েছে, দো বুঁদ জিন্দেগী কি। এই সব বিজ্ঞাপনের পরিকল্পনা ও নির্মাতা ছিলেন পীযূষ পান্ডে।
এছাড়াও বহু বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেশাত্মবোধের বার্তা তুলে ধরতেন তিনি। গত ২৪ অক্টোবর ২০২৫ ভারতের এই সফল বিজ্ঞাপন নির্মাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জীবন শুরু করেছিলেন রাজস্থান রাজ্যের ক্রিকেট দলের নিয়মিত ক্রিকেটার হিসেবে। পরে চলে এসেছিলেন বিজ্ঞাপনের দুনিয়ায়। নিজের সৃজনশীলতাকে বাণিজ্য বিস্তারের কাজে ব্যবহারের পাশাপাশি তৈরি করেছিলেন বেশ কিছু শিল্পসম্মত বিজ্ঞাপন। তাঁর প্রয়াণে দেশ হারালো এক শিল্পীকে।
Comments :0