Ranji trophy

সুরজের বোলিংয়ে বেলাইন রেল সুমন্তর শতরান

খেলা

 রেলওয়েজের বিপক্ষে চালকের আসনে বাংলা। দ্বিতীয় দিনের শেষে সুরজ সিন্ধু জয়সওয়ালের অন্যবদ্য বোলিংয়ে বিপক্ষের অর্ধেক দলকে প্যাভিলিয়নের পাঠিয়েছে তারা। রেলওয়েজ এখনও তিন অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি। দিনের শেষে তাদের রান ৫ উইকেটে ৯৭। এর আগে বাংলার হয়ে কেরিয়ারের প্রথম শতরান তুলে নেন সুমন্ত গুপ্ত।
গতদিনের ৫ উইকেটে ২৭৩ রান নিয়ে খেলতে নেমে বাংলার শুরুটা ভালোই ছিল। দ্রুত রান তুলছিলেন গতদিনের শতরানকারী ব্যাটার অনুষ্টুপ মজুমদার ও সুমন্ত। যদিও অনুষ্টুপ শেষ পর্যন্ত দলীয় ৩২৯ রানে মাথায় ১৩৬ করে ফিরে যান। ১৯টি চারে সাজানো ছিল ইনিংসটি। অনুষ্টুপ ফিরলেও বাংলার রানের গতি কমেনি। প্রথম ঘণ্টার শেষে বাংলার রান ছিল ৬ উইকেটে ৩৮১। শতরান থেকে মাত্র ১৪ রান দূরে ছিলেন সুমন্ত। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন বিশাল ভাটি (২৪)। মধ্যাহ্ন বিরতির আগে বিশাল ৩৬ করে ফিরে যান দলীয় ৪০৪ রানের মাথায়। বিরতির সময় বাংলা ৭ উইকেটে ৪২৯। ততক্ষণে সুমন্তর শতরান হয়ে গিয়েছে। তিনি ১১৩ রানে ব্যাট করছেন। বিরতির পর অবশ্য সুমন্ত ১২০ রানে ফিরে যান। ১৫টি চার ও ২টি ছয় ছিল তাঁর ইনিংসে। 
এই সময় রাহুল প্রসাদ চটজলদি কিছু রান যোগ করেন। তিনি অপরাজিত ৪০ করেন মাত্র ৫৫ বলে। বাংলা অবশেষে ৪৭৪ রানে অল আউট হয়। কুনাল যাদব ৯৮ রানে ৪ উইকেট পান।
এরপর রেলওয়েজ ব্যাট করতে নামলে ইনিংসের দ্বিতীয় বলেই আসে সাফল্য। সুরজের বলে অধিনায়ক সুদীপ ঘরামির হাতে ক্যাচ দিয়ে ফেরেন জুবাইর আলি খান। এরপর একদা বাংলার ক্রিকেটার বিবেক সিংকে ফিরিয়ে দেন সুরজই। ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে রেলওয়েজের রান তখন ৭। নিজের পরের ওভারেই মহম্মদ সইফকে এলবিডব্লিউ করেন সুরজ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে রেলওয়েজের অবস্থা তখন শোচনীয়। চার ওভারের মধ্যেই অধিনায়ক প্রথম সিং (১১) ফিরে যান সেই সুরজের বলে। এরপর ভার্গব মেরাই ও সুরজ আহুজা (১৯) দলকে টানেন ৫৫ অবধি। আহুজাকে ফেরান শাহবাজ। ভার্গব ও উইকেটরক্ষক উপেন্দ্র যাদব দিনের বাকি সময়টা কাটিয়ে দেন। ভার্গব ৩৭ ও উপেন্দ্র ২০ রানে ব্যাট করছেন।
বাংলার লক্ষ্য তৃতীয় দিন যত তাড়াতাড়ি সম্ভব রেলওয়েজকে অল আউট করে বোনাস সহ জয়ের দিকে এগোনো।

Comments :0

Login to leave a comment