SIR CPI-M

বিএলও, এজেন্ট নিরাপত্তা, অনলাইন ফরম: কমিশনে যাচ্ছে সিপিআই(এম)

রাজ্য

বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কাউকে কাউকে বেরোতে বাধা দেওয়ার অভিযোগও আসছে। সেই সঙ্গে রয়েছে বিরোধী এজেন্টদের শাসানোর অভিযোগ। 
এমন একাধিক বিষয়ে সিইও দপ্তরে অভিযোগ জানাচ্ছে সিপিআই(এম)। 
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন যে অনলাইন ফরম ভরার সমস্যা হচ্ছে। এই ব্যবস্থা করার দাবি তোলা হয়েছিল আগেই। সেটি চালু হলেও ফরম ভরতে সমস্যা আছে। কমিশনের কাছে জানানো হবে সেই বিষয়েও। 
এদিকে কমিশনের বক্তব্য, ফরম ভরতে ভুল হলে সংশোধন করা যাবে। দেওয়া হচ্ছে দুটি করে ফরম। প্রতি ফরমেই থাকবে এপিক নম্বর, নামের মতো তথ্য। দুটি ফরমের একটি ভরে জমা দিতে হবে বিএলও-কে। অপরটি রাখতে হবে নিজের কাছে। কোনো ফরম ভরতে ভুল হলে পেনের দাগ দিয়ে ভুলের জায়গা কেটে পাশে সই করে দিতে হবে। 
কমিশনের বক্তব্য, বিকল্প ফরম ভরার সময় সতর্ক থাকতে হবে। পরিচ্ছন্ন ফর্মটি বিএলও-কে দেওয়া ভালো। কারণ, ফরমের তথ্য নথিভুক্ত করবে কমিশন।

Comments :0

Login to leave a comment