রবিবার রাতে বিহারের সারান জেলার আকিলপুর থানা এলাকার মানস নয়া পানাপুর ৪২ পট্টিতে একটি বাড়ির ছাদ ধসে তিন শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার পুলিশ জানিয়েছে, রাত পৌনে দশটা নাগাদ পরিবার যখন ঘুমিয়ে ছিল তখন এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে, কিন্তু ততক্ষণে সকলের মৃত্যু হয়েছে। প্রাক্তন স্থানীয় প্রধান সিপি সিং বলেন, বাড়িটি ইন্দিরা আবাস যোজনার আওতায় নির্মিত হয়েছিল। বাবলু খান(৩২) তাঁর স্ত্রী রোশন খাতুন(৩০) এবং তাদের সন্তানদের নিয়ে ওই বাড়িতে থাকতেন। রবিবার রাত পৌনে ১০ টা নাগাদ হঠাৎ বাড়ির ছাদ ভেঙে পড়ার সময় দম্পতি এবং সন্তানরা ঘুমাচ্ছিলেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বাবলু খান, তাঁর স্ত্রী রোশন খাতুন, মেয়ে রুখশার(১২) চাঁদনী(২) ছেলে মো চাঁদ(১০)। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
পুলিশের এক আধিকারিক জানান, বাড়ির ছাদ ধসে একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
House Collapses In Bihar
বাড়ির ছাদ ভেঙে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু বিহারে
×
Comments :0