Bihar Elections

রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট বিহারে

জাতীয়

মঙ্গলবার বিহারের ২০টি জেলায় বাকি ১২২ আসনে ভোট গ্রহণ হতে চলেছে। ভোট নেওয়া হবে ৪৫ হাজার ৩৯৯টি বুথে। এর মধ্যে ৪০ হাজারেরও বেশি বুথ গ্রামীণ এলাকায়। আবার ৮ হাজার ৪৯১টি পোলিং বুথকে অত্যন্ত কঠিন বলে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্পর্শকাতর বুথে সংখ্যা কত, জানতে চাওয়া হলে নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, ‘নিরাপত্তার দিক থেকে প্রতিটি বুথই অত্যন্ত স্পর্শকাতর।’ দ্বিতীয় দফায় ২০ জেলার ১২২ আসনে ভোট হবে। এই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩০২ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ। এরমধ্যে পুরুষ ১ কোটি ৯৫ লক্ষ আর মহিলা ১ কোটি ৭৪ লক্ষ। 
উল্লেখ করা যেতে পারে, প্রথম দফায় রেকর্ড সংখ্যক ৬৪.৬৬ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফার নির্বাচনে এনডিএ’র পক্ষ থেকে বিজেপি’র ৫৩ জেডি(ইউ)-র ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এনডিএ-র শরিক হিসাবে এলজেপি (আর) ১৫টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৬টি এবং জাতীয় লোক মোর্চা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
অন্যদিকে এই পর্যায়ের নির্বাচনে মহাগঠবন্ধন’র আরজেডি’র ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেসের ৩৭ জন প্রার্থী রয়েছেন। বাকি শরিকদের মধ্যে মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি ৮টি, সিপিআই(এমএল) লিবারেশন ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও চারটি আসনে সিপিআই এবং একটিতে সিপিআই(এম)’র প্রার্থী রয়েছে।  
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য দিতে গিয়ে বিহারের ডিজিপি বিনয় কুমার বলেন, দ্বিতীয় দফায় ভোটের জন্য ১ হাজার ৬৫০টি কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স  মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা বাহিনী, এসএসবি এবং সিআইএসএফ। এই কেন্দ্রীয় বাহিনী ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনে ৬০,০০০ বিহার পুলিশ কর্মী, ৩০,০০০ বিহার স্পেশাল আর্মড পুলিশ কর্মী এবং প্রায় ২০,০০০ হোমগার্ড কর্মীও মোতায়েন করা হবে।
প্রতিটি ভোটকেন্দ্রকে সংবেদনশীল হিসেবে বিবেচনা করে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।  নকশাল-প্রভাবিত এলাকায় ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি চালানো হবে।
নদীর তীরবর্তী এলাকায় ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য মাউন্টেড পুলিশ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে  ইভিএম বা ভিভিপ্যাট কোনও রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করা হবে না।

Comments :0

Login to leave a comment