মুক্তধারা
কবিতা
কাফন সরিয়ে দেখো
-------------------------
আমির উল হক
-------------------------
১০ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
আমতার সারদার খানপাড়া গ্রামে
ঐ দেখো আনিসের বাড়ি -----
ঐ খানে শুয়ে আছে আনিসের লাশ
প্রতিবাদ প্রতিরোধে -----
ঐ শোনো -- আনিসের ডাক শোনা যায়।
সুদীপ্ত, ময়দুল, কোলের স্বপন
ছোট্ট স্বপন কোলে ----
আর কত কোল হবে খালি,
বাংলার মায়েদের ঘরে ?
অখ্যাত অজপাড়া সারদার মাটি
ভিজে যায় আনিস লহুতে ।
শত শত আনিসেরা ইনসাফ চাই ---
রক্ত শপথে আজ যৌবন জাগে
ঘরে ঘরে হাজারো আনিস ।
কাফন সরিয়ে দেখো আনিসের মুখ
ভরে আছে প্রতিবাদী স্বরে ,
শুয়ে আছে তরতাজা
রক্তাক্ত শরীরে ।
আনিসের লাশের শপথে ------
একদিন আমরাও
প্রতিরোধে গড়ে তুলি লোহার পাচিল।
ঐ শোনো ----
বাংলার প্রতি ঘরে ঘরে
আনিসের নাম শোনা যায় ,
স্পর্ধিত প্রতিবাদী শ্লোগান মিছিলে
আনিস -- আনিস -- ধ্বনি আকাশে বাতাসে ।
-----------------------------------------------------------
Comments :0