POETRY / GOURI SENGUPTA / RABINDRANATHER PRATI / MUKTADHARA / 8 AUGHST 2025 / 3rd YEAR

কবিতা / গৌরী সেনগুপ্ত / রবীন্দ্রনাথের প্রতি / মুক্তধারা / বাইশে শ্রাবণ / ৮ আগস্ট ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  GOURI SENGUPTA  RABINDRANATHER PRATI  MUKTADHARA  8 AUGHST 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

রবীন্দ্রনাথের প্রতি
 

গৌরী সেনগুপ্ত

বাইশে শ্রাবণ / ৮ আগস্ট ২০২৫ / বর্ষ ৩

ওগো মৃত্যুঞ্জয় 
তোমার সোনার তরীর বুকে
আজও আ- ভূমি মগ্ন
মগ্ন এই বিশ্বলোক ।
এ ভয়াল অন্ধকারে
শ্বাস দাও
সঞ্চারিত করে দাও
অবারিত সূর্যের গান ।

নক্ষত্রে নক্ষত্রে দীর্ণ
প্রজন্ম বিলাস
মেঘ নয় কেউ
কেউ নদী নয়
নয় প্রলম্বিত স্রোত
প্রবাহ বইছে শুধু নিজ অভিলাষে ।
এ সমুদ্র হাওয়া – ধাওয়া
হলুদ প্রহর
অনিবার্য আপোসের সাথে ।
নদীর দু’কুল জুড়ে
ভুল যত মানচিত্রে ভৌমিক বিস্তার
মানবিক যতকিছু অন্তহীন
প্রতিকারহীন ।
হে কবি
তোমার শাশ্বতধারায়
এ গ্রহের তটরেখা সবুজ সম্ভার
শুদ্ধ আলো প্রেম পরিমল ।
তোমার অমৃত পাত্রে সত্যের নির্যাস
নির্মল নির্মেঘ
কাল থেকে কালান্তর
অনন্ত আগামী , ধমনীর শিরা উপশিরা
তোমার সৌরভে 
জীবন প্রবাহ হোক সম্পৃক্ত সবার ।

Comments :0

Login to leave a comment