POETRY — SHYAMAL ROY | MANABIK MUKH — MUKTADHARA | 20 JUNE 2024

কবিতা — শ্যামল রায় | মানবিক মুখ — মুক্তধারা | ২০ জুন ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   SHYAMAL ROY  MANABIK MUKH  MUKTADHARA  20 JUNE 2024

কবিতা

মানবিক মুখ

শ্যামল রায়

মুক্তধারা

 


সত্যি তুমি ইমাম বটে, শান্ত পুত্রশোকে। 
মৈত্রী-র বাণী কণ্ঠে, তাকালে ক্ষমা সুন্দর চোখে। 
মনের কোণে রাখলেনা পুষে প্রতিহিংসার বিষ, 
পুত্রহারা পিতাকে তাই কোটি কোটি কুর্নিশ। 
যে দাঙ্গা কেড়ে নিল এক কিশোরের তাজা প্রাণ, 
সেই দাঙ্গায় মদত যুগিয়ে কারা পায় সম্মান! 
বিবেক থাকলে শিখুক তারা তোমায় দেখে শিখুক- 
তুমি কোন এক ধর্মের নও, এক মানবিক মুখ। 
শহর ছেড়ে যেওনা চলে- এই শুধু আবেদন, 
তোমার মত মানুষই তো যুগে যুগে প্রয়োজন। 
ছেড়ে গেলে শুধু একজন নয়, অনেকে হারাবো কোল, 
পিতাসম এক অভিভাবককে হারাবে আসানসোল।।

Comments :0

Login to leave a comment