POETRY / TARUN MITRA / ALO DIDIMONI / MUKTADHARA / 25 AUGHST 2025 3rd YEAR

কবিতা / তরুণ মিত্র / আলো দিদিমণি / মুক্তধারা / ২৫ আগস্ট ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  TARUN MITRA  ALO DIDIMONI  MUKTADHARA  25 AUGHST 2025 3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

আলো দিদিমণি

তরুণ মিত্র
২৫ আগস্ট ২০২৫ / বর্ষ ৩
 

ফুল কুঁড়িরা হাই তুলেছে
এখন সবে ভোর
মেঘলা আকাশ বৃষ্টি মাথায়
আমি ছাদের উপর

শীত চেপেছে শরীরে আজ
বৃষ্টি ঝ'রে চোখে
কাল রাতেতে রঙিন হাওয়ায়
ভেসে বেড়াই ঝোঁকে।

ট্রেন ধরতে ফাগুন হাওয়ায়
সেই মেয়েটি যায়
বৃষ্টি এলো ঝম্ ঝমিয়ে
দাঁড়িয়ে বারান্দায়।

কোন্ মেয়েটি ? ঠিক যাকে
কাল,মেনেছিলাম ভালো
কী যেন নাম দিদিমণির ?
বললে তোগো আলো।

চোখ দুটিতে চশমা ভারি
খোঁপায় ধরা ফুলে
আলো এখন পড়াতে যান
কচি কাঁচাদের স্কুলে।

হচ্ছিল খুব কিছু কথা
একচালা দুই ঘর
আগের বছর ছেড়ে গেছে
মাতাল সে এক বর।

কবি এখন লিখছে বসে
এক্কে বারে একা
ফিরতে হ'লে এই পথেতে
হবেগো ঠিক দেখা।

দেখতে দেখতে পৌঁছে যাবো
রূপকথার এক দেশে
ফুটিয়ে খাবো একমুঠো ভাত
তোমায় ভালোবেসে।

ঘর বাঁধবো নদীর বাঁকে
কেটে যাচ্ছে শনি
ফোনের সুরে বাজাও দেখি
আলো দিদিমণি।

Comments :0

Login to leave a comment