কবিতা
গোর্কি
তরুণ মুখোপাধ্যায়
প্রয়াণদিবসের স্মরণ
মুক্তধারা
ম্যাক্সিম গোর্কি
আনলেন ভোর কি
নিচুতলা আঁধারে?
ভয় আর কাঁদারে
বললেন, ছাড় না —
ঝোড়ো পাখি উড়ছে,
রোদ্দুরে পুড়ছে;
ডাক দিয়ে বলছে,
প্রতিবাদ চলচ্ছে,
মারবি কে? মার না!
যদি মরি, মরবো
সুসমাজ গড়বো;
একসাথে চলবো
সবাইকে বলবো
পদানত আর না।
Comments :0