POETRY — TARUN MUKHOPADHAYA | Maxim Gorky / Died: 18 June 1936 — MUKTADHARA | 18 JUNE 2024

কবিতা — তরুণ মুখোপাধ্যায় | গোর্কি | প্রয়াণদিবসের স্মরণ — মুক্তধারা | ১৮ জুন ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   TARUN MUKHOPADHAYA  Maxim Gorky  Died 18 June 1936  MUKTADHARA  18 JUNE 2024

কবিতা

গোর্কি 
তরুণ মুখোপাধ্যায়

প্রয়াণদিবসের স্মরণ

মুক্তধারা


ম্যাক্সিম গোর্কি 
আনলেন ভোর কি 
নিচুতলা আঁধারে? 
ভয় আর কাঁদারে 
বললেন, ছাড় না —

ঝোড়ো পাখি উড়ছে,

রোদ্দুরে পুড়ছে;

ডাক দিয়ে বলছে,

প্রতিবাদ চলচ্ছে,

মারবি কে? মার না!


যদি মরি, মরবো

সুসমাজ গড়বো;

একসাথে চলবো

সবাইকে বলবো

পদানত আর না।

 

Comments :0

Login to leave a comment