মীর আফরোজ জামান: ঢাকা
পরপর বিক্ষোভে তোলপাড় বাংলাদেশ। ছাত্র আন্দোলনের পাশাপাশি শুক্রবার মহিলাদের সমান অধিকারের দাবিতে হয়েছে মিছিল।
নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে সোহরাওয়ার্দি উদ্যানে হত্যা, প্রকৃত আসামীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও ছাড়াও মানিক মিয়া এভিনিউতে নারীদের সমতার দাবিতে গণ জমায়েত হয়েছে।
শুক্রবার ঢাকার শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে দিয়েছেন ৪৮ ঘণ্টার সময়সীমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার সঙ্গে জড়িত ’প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারের দাবিতে এই সময়সীমা।
মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইলেকে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে সাম্যকে হত্যা করা হয়। ওই রাতেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে ক্ষোভ দেখান। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সকালে সাম্যের বিভাগ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে প্রথমে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে ১১টার দিকে ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন তারা।
পরে দুপুর ১২টার দিকে তারা শাহবাগ থানা ঘেরাও করেন। এ সময় তাদের 'সাম্য হত্যার বিচার চাই', 'বহিরাগতমুক্ত ক্যাম্পাস চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও করে রাখতে দেখা গেছে।
অন্যদিকে, তিন দফা দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ-অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেল চারটায় অনশন শুরু করেন তাঁরা।
এদিনই বাংলাদেশের মানিক মিয়া অ্যাভিনিউতে সমতা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে এলেন হাজার হাজার মহিলা। প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলির আয়োজনে 'নারীর ডাকে মৈত্রী যাত্রা' কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে।
ঘোষণাপত্রে নারীর বিরুদ্ধে যে কোনও হিংসা ও বৈষম্য প্রত্যাখ্যানের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে এই কর্মসূচিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরুষরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, লিফলেট, স্লোগান, গান ও কবিতার মাধ্যমে নারীর অধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনের দাবি তুলে ধরা হয়, যা পুরো কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।
Comments :0