SHARADIYA 1431 \ POETRY \ MAHAKABAYA - AML KAR \ MUKTADHARA \ 13 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ মহাকাব্যের মহতী আয়োজন - অমল কর \ মুক্তধারা \ ১৩ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

SHARADIYA 1431  POETRY  MAHAKABAYA - AML KAR  MUKTADHARA  13 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা

মহাকাব্যের মহতী আয়োজন
অমল কর

মুক্তধারা


দুঃস্বপ্নের নগরে চারিদিকে উড়ছে একবগ্গা
বিরামহীন নিয়মহীন রোদ্দুর আর হাওয়া
শ্মশান শহর মেতেছে আজ শকুনের উৎসবে
হিংস্র হায়েনারা তেড়ে গেছে নিরীহ হরিণীর দিকে 
ক্ষতবিক্ষত রক্তাক্ত ক্লেদাক্ত রক্তমাংস যোনি 
সকল সম্ভ্রম হিঁচড়ে নিয়েছে শত শত আঙুলে
ওঠতে বসতে বিশ্বজুড়ে বইছে তুমুল ছিছিক্কার
এক গভীর অসহ কান্না আর্তনাদ হয়ে আচ্ছন্ন 
নির্মম নির্হৃদয় নিষ্ঠুর নির্লজ্জ নির্বিকার নিকৃষ্ট
প্রশাসন নৈরাজ্য এনেছে আত্মঘাতী মূঢ় মত্ততায়

দাসত্বের বিনিময়ে মানবতার পরাজয় মানব না 
আটকপুরীর ফাটক ভেঙে মানুষের জন্য 
মানুষকে আমরা আরও নিবিড় আগলে ছুঁয়ে থাকতে চাই 
দিগন্তজুড়ে বিছাতে চাই লাল লাল মুক্তির ঢেউ
হাপরের মতো চেতনার আগুনকে উলসে দিয়ে 
জাগার জাগানোর জেগে থাকার জাগিয়ে রাখার 
সাপুড়ে বাঁশি বাজাতে চাই সরোষে সদর্পে
একটা মহাকাব্যের মহতী আয়োজন শুরু আজ।

Comments :0

Login to leave a comment