শারদীয়া ১৪৩১
কবিতা
মহাকাব্যের মহতী আয়োজন
অমল কর
মুক্তধারা
দুঃস্বপ্নের নগরে চারিদিকে উড়ছে একবগ্গা
বিরামহীন নিয়মহীন রোদ্দুর আর হাওয়া
শ্মশান শহর মেতেছে আজ শকুনের উৎসবে
হিংস্র হায়েনারা তেড়ে গেছে নিরীহ হরিণীর দিকে
ক্ষতবিক্ষত রক্তাক্ত ক্লেদাক্ত রক্তমাংস যোনি
সকল সম্ভ্রম হিঁচড়ে নিয়েছে শত শত আঙুলে
ওঠতে বসতে বিশ্বজুড়ে বইছে তুমুল ছিছিক্কার
এক গভীর অসহ কান্না আর্তনাদ হয়ে আচ্ছন্ন
নির্মম নির্হৃদয় নিষ্ঠুর নির্লজ্জ নির্বিকার নিকৃষ্ট
প্রশাসন নৈরাজ্য এনেছে আত্মঘাতী মূঢ় মত্ততায়
দাসত্বের বিনিময়ে মানবতার পরাজয় মানব না
আটকপুরীর ফাটক ভেঙে মানুষের জন্য
মানুষকে আমরা আরও নিবিড় আগলে ছুঁয়ে থাকতে চাই
দিগন্তজুড়ে বিছাতে চাই লাল লাল মুক্তির ঢেউ
হাপরের মতো চেতনার আগুনকে উলসে দিয়ে
জাগার জাগানোর জেগে থাকার জাগিয়ে রাখার
সাপুড়ে বাঁশি বাজাতে চাই সরোষে সদর্পে
একটা মহাকাব্যের মহতী আয়োজন শুরু আজ।
Comments :0