শারদীয়া ১৪৩১
কবিতা
মাশুল
সোমা দত্ত
মুক্তধারা
জীবনযুদ্ধে লড়তে লড়তে দুগ্গামায়ের ত্রিশূল,
দিক ভুলে যায় অসুরবধের, দিতেই হবে মাশুল।।
মাশুল যদি বিষম তেমন কঠিন বড়ো অঙ্ক,
দুগ্গামায়ের ভাবনা বাড়ে, কী করে পাস করব।।
অসুর তখন ইশারা করে, চিরকুটে দেয় লিখে,
দুগ্গা বোঝে অঙ্ক নয় সে, ভয়গুলো তার মিছে।।
অসুর বলে, পৃথিবী জুড়ে সবাই ভোলে দিক,
অঙ্ক টঙ্ক কেউ বোঝে না, অন্য পথই ঠিক।।
অন্য পথটি কেমন হলে, অঙ্ক বাতিল হয়,
সে পথ জেনো তেমনতরো সুবিধাজনক নয়।।
অসুর বলে তুমি ফিরবে কৈলাসে-মা তোমার/ চিন্তা কী?
ধরাধামে সব নরাধম যত স্যাঙাত পুষেছি।।
এক আধটু হুজ্জুতি যদি হলই মর্ত্যজুড়ে,
মুখ ফিরিয়ে মন ভুলিও শিবের সাধনঘরে।।
কঠিন নয় সে কঠিন যত আঁক অঙ্কের ভার,
সহজ করে দেখলে পরে মাশুল হবে ছাড়।।
দুগ্গা বোঝে অসুর তেমন সহজ মানুষ নয়,
শব্দে জব্দে অঙ্ক ছেড়ে জীবন করবে ক্ষয়।।
ভেবেচিন্তে দুগ্গামাতা ডেকে পাঠালেন তাকে,
অঙ্কসহ অসুর বিনাশ সরস্বতীর কাঁধে।।
Comments :0