ISL

চালু হোক আইএসএল, বিবৃতিতে মরিয়া আবেদন সুনীলদের

খেলা

আইএসএল কোনও বিনিয়োগকারী না পাওয়ায় বড় সংকটে ভারতীয় ফুটবল। ফুটবলারদের মধ্যেও ধরা পড়ল উদ্বেগের ছবি। অনেকেই সমাজমাধ্যমে পোস্ট করছেন এই বিষয়ে। জানতে চাইতেন কি তাঁদের ভবিষ্যৎ। তালিকায় রয়েছেন সুনীল ছেত্রী থেকে সন্দেশ ঝিঙ্গান পর্যন্ত বহু ফুটবল তারকা।
সুনীল সমস্ত পেশাদার ফুটবলারদের পক্ষ থেকে সরাসরি আবেদন করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা যারা পেশাদার ফুটবলার, আইএসএলে খেলি,তাঁরা একমত হয়ে একটি আবেদন করছি। সবথেকে গুরুত্বপূর্ণ আমরা আইএসএলের মরশুম শুরু করার পক্ষে ঐক্যবদ্ধ এই বার্তা দিচ্ছি। সরল ভাবে বললে আমরা খেলতে চাই। আর সেটা এখনই।‘
সুনীল বলেছেন, ‘মাঠের টানেল থেকে বেরিয়ে আসতে পেশাদারিভাবে প্রতিশ্রুতিবদ্ধ  ও তৈরি। অত্যন্ত সৎভাবে আমাদের মরিয়াভাবের সঙ্গে তাল মিলিয়ে এই সুন্দর খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি সবাই। অন্ধকার গুহায় নিজেরা আটকে পড়েছি। আমরা আলো চাই।’ 
ভারতের সহ অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান বলেছেন, ‘কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আর দেরি সহ্য হচ্ছে না। সমর্থক, কোচ, স্টাফ, ফুটবলার, যাদের শ্বাস-প্রশ্বাস ভারতীয় ফুটবল, সবারই জন্য এটা বদ্ধ অবস্থা। আমরা ‌অনেক পরিশ্রম করেছি আর অনেক ত্যাগ স্বীকার করেছি এই মরসুম শুরু করার জন্য। কারণ গোটা ভারতীয় ফুটবল ব্যবস্থা ঝুলে রয়েছে অনিশ্চিৎভাবে। এই খেলাটা সবার। চলুন একে রক্ষা করি।’ 
ইস্টবেঙ্গলের গোলরক্ষক শৌভিক চক্রবর্তীর বক্তব্যেও ফুটে উঠেছে একই কথার প্রতিধ্বনি। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আইএসএলের দরপত্রের ব্যর্থতা শুধু বাণিজ্যিক সমস্যা নয়। আমার কাছে এটা দেখিয়ে দিচ্ছে ভারতীয় ফুটবলের পরিচালনার সমস্যা কতটা গভীরে চলে গিয়েছে।’ 
ভারতের গোলরক্ষক অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু একই রকম মরিয়া আবেদন করেছেন। তিনি বলেছেন, ‘সবথেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা। আমরা এই মুহূর্তে একটাই কাজ করতে পারি, সেটা হলো আবেদন করা।
বিদেশী ফুটবলাররাও উদ্বেগে দিন কাটাচ্ছেন। ২০২২ সাল থেকে আইএসএল খেলা মরক্কোর ফুটবলার নোয়া ওয়াইল সাদাওই সমর্থকদের উদ্দেশ্যে অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘অনুরোধের সময় চলে গিয়েছে। ধৈর্য এখন দাবিতে পরিণত। আমাদের জীবনযাত্রা জড়িয়ে গিয়েছে এর সঙ্গে।’

Comments :0

Login to leave a comment