Darjeeling

জলে ডুবে দুই কিশোরের মৃত্যু দার্জিলিঙে

জেলা

খোলা পাম্প হাউসে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই কিশোর। দার্জিলিঙের সোনাদায় রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলো আপার সোনাদা গ্রাম পঞ্চায়েরেত ছাতাচকের বাসিন্দা প্রকাশ তামাঙ (১৬) ও লহরেমানের বাসিন্দা আরিয়ান তামাঙ (১৭)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দার্জিলিঙ পাহাড়ে।
এদিন দুপুরে আপার সোনাদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোংখোলায় একটি উন্মুক্ত পাম্প হাউসে স্নান করতে যায় দুই কিশোর। স্থানীয় সূত্রে খবর, সোনাদা এলাকার তিন বন্ধুর সাথে মৃত দুই কিশোর জঙ্গলের দিকে বেড়াতে গিয়েছিলো। এরপর পাঁচজনই খোংখোলা পাম্প হাউসে স্নান করতে নামে। উন্মুক্ত পাম্প হাউসের জলে সাঁতার কাটার সময় আচমকাই তলিয়ে যায় দুই কিশোর। ঘটনার পর বাকি তিন বন্ধু পাম্পের জল থেকে উঠে আসে ও স্থানীয়দের খবর দেয়। খবর পেয়েই স্থানীয়রা ছুটে গিয়ে তলিয়ে যাওয়া কিশোরদের খোঁজে তল্লাশি শুরু করে। খবর পেয়ে সোনাদা আউট পোষ্টের পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়। জোরবাংলো থানার পুলিশও চলে আসে। পৌঁছে যায় দমকলের ইঞ্জিন ও বনবিভাগের কর্মীরাও। পুলিশ, দমকল ও বনকর্মীদের যৌথ উদ্যোগে তল্লাশি কাজ শুরু হয়। দীর্ঘ সময় পরে রবিবার অনেক রাতে উন্মুক্ত পাম্প হাউসের জলে তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ দুটি উদ্ধারের পরে দার্জিলিঙ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই কিশোরের মৃত্যু প্রসঙ্গে দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীন প্রকাশ বলেন, স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া দুই কিশোরে দেহ উদ্ধারের পরে রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment