বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে কাজে গিয়ে নানান সমস্যার সম্মূখিন হচ্ছেন। বাংলায় কথা বলার জন্য কোথাও থানায় আটক করা হচ্ছে। কোথাও পরিচয়পত্র দেখালেও ‘বাংলাদেশী’ তকমা দেওয়া হচ্ছে। বাংলাদেশী তকমা দিয়ে কয়েকজনকে বাংলাদেশ পুশব্যাক করার ঘটনাও ঘটেছে। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের ‘পুশব্যাক’ নীতির কারণেই বাংলাদেশী সন্দেহে বিভিন্ন রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিকরা।
ফের আরও একবার বাংলায় কথা বলার কারণে বাংলাদেশী তকমা দিয়ে কোচবিহারের এক পরিযায়ী শ্রমিককে গুরগাঁওয়ে আটক করলো হরিয়ানা পুলিশ। এই যুবকের নাম সিরোজ আলম মিঞা। তিনি জন্মসূত্রে কোচবিহার ১নং ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বড় বালাসি গ্রামের বাসিন্দা। দীর্ঘ প্রায় ৫বছর যাবৎ দিল্লির একটি হোটেলে কর্মরত রয়েছে তিনি। হরিয়ানা গুরগাঁওয়ের সেক্টর ৫৫-তে স্ত্রীকে নিয়ে বসবাস করেন সিরোজ।
রবিবার সন্ধ্যায় কাজ সেরে হরিয়ানা গুরগাঁওয়ের সেক্টর ৫৫-তে নিজের অস্থায়ী বাসস্থানে ফিরবার পথে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে হরিয়ানা পুলিশ। এরপর তার বাসস্থানে যায় পুলিশ। এখানে তার এবং তার স্ত্রীর মোবাইল ফোন দুটি নিয়ে নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বাংলা এবং হিন্দি মিশ্রিত ভাষায় সিরোজ কথা বলার কারণে পুলিশ বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে নিয়ে যায়।
এই যুবকের বাবা জাহের উদ্দিন মিঞা জানান, এই খবরটি মোবাইল মারফত তাকে জানান তার ছেলের প্রতিবেশীরা। প্রতিবেশীদের মোবাইল ফোন থেকেই তার সাথে কথা হয় তার পুত্রবধূর। তিনি জানান, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে কাঁদতে তার পুত্রবধূ তাকে ফোন করে গোটা বিষয়টি জানান। এই ঘটনা জানার পরই ব্যতিব্যস্ত হয়ে পড়েন তিনি। সোমবার কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালার সাথে দেখা করে তাকে সমস্ত বিষয়টি জানানোর পাশাপাশি প্রয়োজনীয় নথি তার হাতে তুলে দেন তিনি বলে এদিন জানান।
জাহের উদ্দিন মিঞা এদিন বলেন, তার বাবা ৮বছর বয়স থেকেই কোচবিহার ১নং ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস শুরু করেন। তিনি জন্মসূত্রে এই এলাকার বাসিন্দা। আর তার ছেলেকে এভাবে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া অত্যন্ত দুঃখের। এর ন্যায় বিচারের এদিন দাবি জানান তিনি।
সম্প্রতি বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও হরিয়ানার বাহাদুরগড় থেকে তাদের আটক করে দিল্লি পুলিশ। এই দিল্লি পুলিশের হাতে আটক হতে হয় ৩শিশু, এক মহিলা সহ মোট ৭জনকে। এরা সকলেই ছিলেন কোচবিহার জেলার দিনহাটা সাবেক ছিটমহলের বাসিন্দা।
বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও হরিয়ানার বাহাদুরগড় থেকে তাদের আটক করে দিল্লি পুলিশ। এই ঘটনার পর রীতিমতো উৎকণ্ঠায় ছিলেন দিনহাটা শহরের বলরামপুর রোড সংলগ্ন এলাকায় স্থায়ী ভাবে বসবাসকারী সাবেক ছিট মহলবাসীরা। পরবর্তীতে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় দিল্লি পুলিশ। স্বস্তি ফেরে এই নব্য ভারতীয়দের মধ্যে।
ফের আবারও কোচবিহারের এই বাসিন্দাকে হরিয়ানা পুলিশ আটক করায় স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তা বাড়ছে কোচবিহার জেলা সাধারণ মানুষের মধ্যে।
Migrant Worker Detained
বাংলাদেশী তকমা দিয়ে গুরগাঁওয়ে আটক বাংলার পরিযায়ী শ্রমিককে

×
Comments :0