Jammu and Kashmir

ব্রিটিশের গুলিতে নিহতদের শ্রদ্ধা জানাতে পাঁচিল টপকাতে হলো মুখ্যমন্ত্রী ওমরকে

জাতীয়

ব্রিটিশের গুলিতে নিহতদের শ্রদ্ধা জানাতে পাঁচিল টপকাতে হলো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে। ওমরের এক্স হ্যান্ডেলে পোস্ট করে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা কবরখানার পাঁচিল টপকে সেখানে প্রবেশ করে কাশ্মীরের এই সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
১৩ জুলাই জম্মু ও কাশ্মীরে পালন করা হয় শ্রদ্ধা জানানোর জন্য। এবার ‘শহীদ দিবস’ পালন করার ঘোষণা আগেই করেছিল ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রবিবার তিনি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা জানাতে গেলে দেখেন বাসভবনের দরজা বন্ধ। তাঁদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে কবরখানায় কাউকে যেতে দেওয়া হবে না। বাধা পেয়ে পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে শ্রদ্ধা জানান কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
১৩ জুলাই দিনটিকে কাশ্মীরে ‘শহীদ দিবস’ ঘোষণার আবেদন জানিয়ে রাজ্যপাল এবং রাজ্য প্রশাসনকে গত ১১ জুলাই চিঠি দেয় ন্যাশনাল কনফারেন্স। চিঠিতে উল্লেখ করা হয়েছে ১৯৩১ সালে সংগ্রামের কথা মাথায় রেখে ওই দিন রাজ্যের ‘শহীদ দিবস’ এবং ছুটি ঘোষণা করা হোক।
৩৭০ ধারা বাতিল করার পর ২০২০ সালে ১৩ জুলাই শহীদ দিবস এবং শেখ আব্দুল্লার জন্মদিনের দিন ছুটি বাতিল করে রাজ্য প্রশাসন। 
পরাধীন ভারতে ১৯৩১ সালের ১৩ জুলাই কাশ্মীরের এই ২২ জন সংগ্রামী রাজতন্ত্র শেষ করে গণতন্ত্র ফেরানোর দাবিকে সামনে রেখে আন্দোলনে শামিল ছিলেন। তার ওপর গুলি চালিয়েছিল পুলিশ। সেখানেই নিহত হন তাঁরা। কাশ্মীরের বিভিন্ন অংশ বলেছে যে ওই আন্দোলনের জেরে রাজ্যে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হন তৎকালীন রাজা হরি সিং। ১৯৩৪ সালে কাশ্মীরে প্রজা সভা গঠিত হলেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিজের প্রভাব খাটাতেন রাজা। কিন্তু এবার উপরাজ্যপাল মনোজ সিণহার নির্দেশে শ্রদ্ধা জানানোর আগে গৃহবন্দি করা হয় বিজেপি বিরোধী দলগুলির নেতানেত্রীদের। তালা লাগিয়ে দেওয়া হয় সিপিআই(এম) নেতা এবং বিধায়ক ইউসুফ তারিগামির বাসভবনেও। কেন্দ্রের বিজেপি সরকারের পাঠানো উপ রাজ্যপালের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি।
এক বিবৃতিতে, ন্যাশনাল কনফারেন্স দিনটির গুরুত্ব এবং ন্যায়বিচার, সমতা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের কথা তুলে ধরেছে। পিডিপি এবং আপনি পার্টির মতো অন্যান্য আঞ্চলিক দলগুলিও ১৩ জুলাই শহীদ দিবস পালনের ঘোষণা করেছে।

Comments :0

Login to leave a comment