Aadhar Card Scam

জাল আধার কার্ড চক্রের পাণ্ডা ধৃত দিনহাটায়

জেলা

জাল আধার কার্ড তৈরি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ দিনহাটা ২ নম্বর ব্লকের সুকারুরকুঠি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে। এই জাল আধার কার্ড তৈরির চক্রে আরও কারা কারা জড়িত তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। বুধবার তাকে দিনহাটা আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই দিনহাটা ২ নম্বর ব্লকের সীমান্ত এলাকা সুকারুরকুঠি বাজারে বেশ কিছু যুবক জাল আধার কার্ড বানানোর কারবার চালাতো। তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা নাগরিকদেরও জাল আধার কার্ড তৈরি করে দিয়ে থাকে বলে অভিযোগ। সাহেবগঞ্জ থানার নয়ারহাট ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে এ খবর জানতে পারে। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল ওই এলাকায় যায়। পুলিশ দেখে বাকি শাগরেদরা পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে ধরে ফেলে। ধৃত যুবকের নাম হামিদুল আলী। তার বাড়ি দিনহাটার গোবরাছড়া এলাকায়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। এদিন ধৃতকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Comments :0

Login to leave a comment