নিজের আবাসনের ভেতর রক্তাক্ত অবস্থায় দেহ মিলল এক বৃদ্ধের। চিকিৎসার জন্য গত দু’মাস মুম্বাই ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে নিজের ফ্ল্যাট থেকে ঝাঁপিয়ে পড়ার খবর পাওয়া যায়। ওই আবাসনে নিজের মেয়ে এবং নাতির সঙ্গে থাকতেন বৃদ্ধ।
নাতি জানিয়েছে যে ভারী কিছু পড়ার শব্দ শুনে বারান্দায় ছুটে এলে দেখা যায় ঘরে দাদু নেই। কিছু পরে তাঁকে নিচের চাতালে রক্তে ভাসতে দেখা যায়। পুলিশ খবর পেয়ে বৃদ্ধকে এনআরএস হাসপাতালে আনলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার জানিয়েছে বৃদ্ধের লিভার ও অগ্ন্যাশয়ে ক্যান্সারের চিকিৎসা চলছিল। মুম্বাই ছিলেন গত দু’মাস। আগস্টের গোড়ায় কলকাতায় ফিরেছিলেন।
Aged Suicide
নিজের আবাসনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রবীণ

×
Comments :0