Bankura Murder

পথ কুকুরদের মারধরের প্রতিবাদ করায় প্রাণ গেলো প্রৌঢ়ের

জেলা

পথ কুকুরদের মারধর করায় প্রতিবাদ করায় দুই ভাইকে মারধর। তার জেরে ভাইয়ের মৃত্যু হয়েছে।  মৃতের নাম সুদিন পাল(৫০)। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কৃষ্ণগঞ্জ গড়গড়ান পাড়া এলাকায়। মারধরের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে বুধবার আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
স্থানীয় বালুচরি শিল্পী অমিতাভ পালের দাবি, তাঁরা পশুপ্রেমী। তিনি ও তাঁর দাদা সুদিন পাল দীর্ঘদিন ধরে এলাকায় বেশ কিছু পথ কুকুরকে নিয়মিত খাওয়াতেন এবং তারা অসুস্থ হলে তাদের চিকিৎসা করাতেন। প্রতিনিয়ত তাদের যত্নও নিতেন দুই ভাই। তাঁরা যখন এই কাজ করছেন, তখন পাড়ার শৈলেন পাল পাল নামে এক ব্যক্তি যখনই সুযোগ পেত তখনই ওই কুকুরগুলোকে মারধর করত। তাঁরা এর প্রতিবাদ করতেন। বুধবারও এই ঘটনা ঘটে, বচসা থেকে শৈলেন পাল সুদিন পালকে প্রচন্ড মারধর করে। আশংকাজনক অবস্থায় সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় এলাকায় একটা চাঞ্চল্য পড়ে গেছে।

Comments :0

Login to leave a comment