নাবলিকার বিয়ে আটকাতে গিয়ে ছেলের বাড়ির লোকের কাছে আক্রান্ত জগৎবল্লভপুর থানার মহিলা পুলিশ কর্মী। ঘটনাটি মঙ্গলবার রাতে হাওড়ার জগৎবল্লভ পুরের গোয়ালপোতার ঘটনা। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে খানাকুলের বাসিন্দা নাবালিকাকে। তাকে হোমে পাঠানো হয়েছে। পাত্র সন্দীপ প্রামানিক তাঁর মা ও বাবা সহ চারজনকে গ্রেপ্তার গ্রেপ্তাার করছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে পুলিশের কাছে খবর আসে গোয়ালপোতায় একটি বাড়িতে জোর করে এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে ছেলের পরিবারের লোকজন। পরে জোর করে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের কাজে বাধা দিলে লাঠিচার্জ করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান গোয়ালপোতার বাসিন্দা সন্দীপ প্রামাণিকের পরিবার খানা কুলের বাসিন্দা নাবালিকাকে বাড়ি থেকে জোর করে নিয়ে এসে বিয়ে দেবার পরিকল্পনা করেছিল। জগৎবল্লভপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। সেই সঙ্গে নাবালিকার জবানবন্দী নেওয়া হবে। তাকে জোর করে নিয়ে আসা হয়েছিল না কি সে নিজের ইচ্ছায় এসেছিল সেটাও জানার চেষ্টা করা হবে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। খবর দেওয়া হয়েছে নাবালিকার পরিবারকেও।
Minor Girl Marriage
নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ

×
Comments :0