নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে ১০ বছরের সাজা এবং আর্থিক জরিমানা দিল রায়গঞ্জ জেলা আদালত। অভিযুক্তের নাম সুখেন দাস, বাড়ি মালদার চাঁচলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহারের বাসিন্দা ওই নাবালিকা ২০ নভেম্বর ২০১৯ সালে বিকেলে টিউশন পড়তে যাচ্ছিল । সেই সময় রাস্তা থেকে ওই নাবালিকাকে অপহরণ করে অভিযুক্ত। নাবালিকার বাড়ির লোক মেয়েটিকে খুঁজে না পেয়ে ইটাহার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করলে তিন দিন পর অভিযুক্ত সুখেন দাসের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী অজয় দাস বলেন, নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে। নাবালিকা ইটাহারে ঠাকুরদার কাছে থাকতো। মা বাবা দিল্লিতে কাজ করতেন। পরে বাবা তাকে দিল্লি নিয়ে চলে যান। কিন্তু ঘটনার এক মাসের মধ্যে মেয়েটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
Rayganj Rape
আত্মঘাতী নাবালিকা, রায়গঞ্জে সাজা ধর্ষকের

×
মন্তব্যসমূহ :0