ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার বহু জায়গায় গাছ পড়ে বিপত্তি ঘটেছে। গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বহু জায়গায়। এর ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।
শুক্রবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি গাছ পড়ে। জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট, ক্লাব রোড, জলপাইগুড়ি টাউন স্টেশন এলাকা সহ বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। শহরের অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। পরিষেবা স্বাভাবিক করতে রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তারা জানান, স্টেশন রোড,কিং সাহেবের ঘাট সহ অনেক জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ার কারণে আটকে যায় রাস্তা, তার ছিঁড়ে বিদ্যুৎহীন অবস্থা তৈরি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Jalpaiguri Rain
ঝড়-বৃষ্টিতে ছিঁড়ল তার, বিদ্যুৎ বিপর্যয় জলপাইগুড়িতে

×
Comments :0