৯ জুলাই ধর্মঘটের সমর্থনে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসিতে বুধবার বিক্ষোভ দেখালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ। অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের সুপ্রিম কোর্ট নির্দেশিত এরিয়ার সহ মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে আগামী ৯ জুলাই ধর্মঘটের শামিল হবেন বলে জানান নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা। ঝা আরো বলেন, ৪ জুলাই ‘পেন ডাউন’ সহ রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি সংলগ্ন মোহিতনগর এলাকার গৌরী হাটে মিছিল করে সংযুক্ত কিষান মোর্চা। দোকানদার ও হাটে বাজার করতে আসা স্থানীয়দের লিফলেট বিলি করা হয় কিসান মোর্চার তরফে। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি কদমতলা মোড়ে সংযুক্ত কিসান মোর্চার ডাকে অবিলম্বে শ্রম কোড বাতিল, কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রদান, অবিলম্বে ১০০ দিনের কাজ চালু সহ বিভিন্ন দাবিতে সভা সংগঠিত হয়। সভায় সারা ভারত কৃষক সভার তপন গাঙ্গুলি, সারা ভারত সংযুক্ত কিষান সভার প্রকাশ রায়, অগ্রগামী কৃষাণ সংঘের নেতা প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, কিষান মজদুর পরিষদের নেতা কমল কৃষ্ণ ব্যানার্জি, সারা ভারত যুক্ত কিষান সভার নেতৃত্ব পরিতোষ দাস, সারা ভারত খেত মজুর ইউনিয়নের নেতা কৌশিক ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সারা ভারত কৃষক সভার বর্ষীয়ান নেতা প্রাক্তন সাংসদ অধ্যাপক জিতেন দাস।
Comments :0