Raniganj TMC

রানিগঞ্জের কলেজে তৃণমূলের হুজ্জুতিতে প্রতিবাদ অধ্যাপকদের

জেলা

রানিগঞ্জ টিডিবি কলেজে করিডোরে বসে প্রতিবাদ অধ্যাপকদের।

তৃণমূলের অশালীন আচরণের জেরে কলেজের করিডোরে বসে বিক্ষোভ দেখাতে হলো শিক্ষকদের। রানিগঞ্জ টিডিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এমন আচরণের বিরুদ্ধে ছড়িয়েছে ক্ষোভ।
গত শুক্রবার রানিগঞ্জ টিডিবি কলেজের টিচার্স কাউন্সিল সভা ছিল। সভায় ঢুকে পড়ে অধ্যাপকদের উদ্দেশ্যে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা অশালীন মন্তব্য করে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান কলেজের অধ্যাপকরা। 
অধ্যাপকরা বলেছেন যে বহিরাগতরা কলেজে ঢুকে শাসিয়েছে। প্রায় চার ঘণ্টা করিডোর বসে বিক্ষোভ দেখান কলেজের তাঁরা। 
গত শুক্রবার দুপুর সাড়ে বারোটা থেকে কলেজের ইতিহাস বিভাগে চতুর্থ সেমেস্টারে ইন্টারনাল পরীক্ষা নির্দিষ্ট সময়ে শুরু হয়নি। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুমন গড়াই জবাবদিহি চেয়ে টিচার্স কাউন্সিল মিটিংয়ে ঢুকে পড়েন বলে অভিযোগ। অধ্যাপকদের বক্তব্য, ইতিহাস বিভাগের পক্ষ থেকে জানান তারা শুক্রবার নির্ধারিত সময়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের মেসেজ দেয়। কিন্তু ইতিহাসের ছাত্রছাত্রীর দাবি করে, তারা সেই মেসেজ পায়নি। তা নিয়েই তৃণমূল নেতাদের সঙ্গে অধ্যাপকদের কথা কাটাকাটি হয়। 
অধ্যাপকদের অভিযোগের কেন্দ্রে যদিও সেই বিবাদ নয়। তাঁরা বলছেন, ঘটনার পর বহিরাগতরা ঢুকে পড়ে কলেজে। অধ্যাপকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে। অধ্যাপকরাও এরপর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান। 
রানিগঞ্জ ত্রিবেণীদেবী ভালোটিয়া কলেজের এহেন ঘটনায় জেলার শিক্ষানুরাগী ও বিশিষ্টজনেরা নিন্দা করেছেন।

Comments :0

Login to leave a comment