SHARADIYA 1431 \ ICCHE \ NATUNPATA \ CHUP EBONG NIRAPEKHA - MANISH DEB \ 12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ ইচ্ছে \ চুপ এবং নিরপেক্ষ - মনীষ দেব \ নতুনপাতা \ ১২ অক্টোবর ২০২৪

ছোটদের বিভাগ

SHARADIYA 1431  ICCHE  NATUNPATA   CHUP EBONG NIRAPEKHA - MANISH DEB  12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

ইচ্ছে  

চুপ এবং নিরপেক্ষ

মনীষ দেব

নতুনপাতা

কল্লোলে কোলাহলে জ্যাগে এক ধ্বনি– 
অন্ধের কন্ঠের গান আগমনী। 
    শৈশব তুমি নিরপেক্ষ হও। 
    কিশলয় তুমি নিরপেক্ষ হও। 
না হলে যে মেয়েটা – এক্কা-দোস্কর খেলত, সে হারিয়ে গেলে তুমি জিজ্ঞাসা করবে – আমার খেলার সাথী কোথায় গেল?
তুমি জানতে চেও না – তুমি নিরপেক্ষ হও। দ্বিগ্গজ পন্ডিতেরা বলছে আমরা নিরপেক্ষ – সমাজ নিরপেক্ষ, রাষ্ট্র নিরপেক্ষ – শাসক নিরপেক্ষ এবং এবং এবং – সব্বাই নিরপেক্ষ।

শুধু নামতা না জানা – অঙ্কে ভুল করা মেয়ে তোর এত কী জিজ্ঞাসা – আগমনী কোথায়? আগমনী আর ফিরবে না কেন?
আমি কার সাথে ইস্কুলে যাব? আমি কার সাথে স্নানের বেলায় লাল পদ্ম তুলে আনব? আমি কার সাথে আড়ি করবো? কার সাথে ভাব করবো?
কড়িকাঠ নিশ্চুপ – চৌকাঠ নিশ্চুপ – জানালা বন্ধ – দরজা বন্ধ-ঘরের আলো নিভে গেছে – 
ছোট্ট মেয়েটা  চুপ এবং নিরপেক্ষ। 
                   চুপ এবং নিরপেক্ষ। 
                   চুপ এবং নিরপেক্ষ।

 

 

Comments :0

Login to leave a comment