SHARADIYA 1431 \ POETRY \ NATUNPATA \ BHUL VEGECHE - SUKHENDHU MAZUMDAR \ 12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ নতুনপাতা \ ভুল ভেঙেছে - সুখেন্দু মজুমদার \ ১২ অক্টোবর ২০২৪

ছোটদের বিভাগ

SHARADIYA 1431  POETRY  NATUNPATA  BHUL VEGECHE - SUKHENDHU MAZUMDAR  12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা  

নতুনপাতা

ভুল ভেঙেছে
সুখেন্দু মজুমদার

দুলতে গেছি দোদুল দুল
ঘুমের ঘোরে ভাঙল ভুল।
ভুলের শুনি দেশ কোথায়
খুঁজতে কারা ডাক পাঠায়।

যাবার পথে কাটল সুর
তখন মোটে রাতদুপুর।
রাতদুপুরে ঘুমটা মাট এর আর
অমনি শুরু ঝগড়াঝাঁটি 

থামিয়ে দিতে চাইছে মন
ভাল্লাগে আর কতক্ষণ।
একটু করে সময় যায়
হনহনিয়ে রাত গড়ায়।

রাতের কাছে কার ঠিকানা
আছে কি তার রোদের ডানা।
ভুলের কথা এবার যাক
ভোরের পাখি ডাক পাঠাক।

Comments :0

Login to leave a comment