SHARADIYA 1431 \ POETRY \ NATUNPATA \ KHUKUR BISMAYO - BHABANISHANKAR CHAKRABORTY \ 11 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ নতুনপাতা \ খুকুর বিস্ময় - ভবানীশংকর চক্রবর্তী \ ১১ অক্টোবর ২০২৪

ছোটদের বিভাগ

SHARADIYA 1431  POETRY  NATUNPATA  KHUKUR BISMAYO - BHABANISHANKAR CHAKRABORTY  11 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা  

নতুনপাতা 

খুকুর বিস্ময়
ভবানীশংকর চক্রবর্তী


ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কুড় কুড় পড়ল কাঠি ঢাকে
নতুন সাজে সেজে খুকু দেখতে যাবে মাকে
দশ হাতে দশ অস্ত্র নিয়ে  যুদ্ধে  এল মা
মায়ের এমন বেশ কেন যে বুঝে পেল না 
ঠাম্মি বলে মারেন অসুর দশ অস্ত্র দিয়ে
দাদু বলে রক্ষা করেন দশখানি হাত নিয়ে
মা বলে মারতে শত্রু দেবী হলেন দশভুজা 
তাইতো এমন রূপে মাকে করছে বছর বছর পূজা
আদর করে বলে বাবা দেবীর মতো হয়ে
জীবন যুদ্ধে হবে জয়ী মায়ের মতো নির্ভয়ে 
বাবার কথা শুনে খুকুর দুচোখে বিস্ময় 
ভেবে না পায় কী করে সে যুদ্ধ করবে জয়


 

Comments :0

Login to leave a comment