SHARADIYA 1431 \ POETRY \ NATUNPATA \ MAA ESECHAN - NIRMALENDHU SHAKHARU \ 12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ নতুনপাতা \ মা এসেছেন - নির্মলেন্দু শাখারু \ ১২ অক্টোবর ২০২৪

ছোটদের বিভাগ

SHARADIYA 1431  POETRY  NATUNPATA  MAA ESECHAN - NIRMALENDHU SHAKHARU  12 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা  

নতুনপাতা

মা এসেছেন 
নির্মলেন্দু শাখারু

ঢাক বাজে ওই খুশির তালে 
ঢ্যাম কুড়া কুড়,
অমনি হাজির ধরার মাঝে 
দুগ্গা ঠাকুর।

বাজছে কাঁসর বাজছে ঢোলক  
বাজছে সানাই,
মা এসেছেন ত্রিনয়নী
প্রণাম জানাই!

পুজো এলো,গন্ধ পুজোর 
ছড়াছড়ি,
পুজো মানেই আলোর সাঁঝে
গড়াগড়ি!

পুজোতে মা একশো আটের
পদ্ম পেলে...
তাতেই খুশি তার পরশে 
চক্ষু মেলে!

Comments :0

Login to leave a comment