সন্তানের জন্ম দিতে গিয়ে প্রসূতির মৃত্যুর হার চীনে প্রতি ১ লক্ষে ১৪.৩। ইউরোপীয় ইউনিয়নে এই হার প্রতি লক্ষে ৮। ভারতে এখনও প্রতি ১ লক্ষে প্রসূতি মৃত্যুর হার ৯৩।
শনিবার এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকই। এই আলোচনায় এসেছে পশ্চিমবঙ্গও। তার যদিও বড় কারণ হয়েছে প্রসূতি পিছু সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ে বেহাল দশা।
গত মার্চে সংসদে প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের ১৯ মার্চ পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে ১১ লক্ষ ৪২ হাজার ৬৭২ জন প্রসূতির।
কেন্দ্র জানিয়েছে যে প্রসূত কল্যাণে প্রধানমন্ত্রী ‘মাতৃ বন্দনা যোজনা’ চালু রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই সময়কালে মাত্র ০.৯৭ শতাংশ প্রসূতিকে বরাদ্দ অর্থ দেওয়া হয়েছে। প্রায় সাড়ে ১১ লক্ষ প্রসূতির মধ্যে মাত্র ১১ হাজার ৮৬ জনকে দেওয়া হয়েছে পিএমএমভিওয়াই’র অর্থ।
সংসদে কেন্দ্র জানিয়েছে যে প্রসূতি কল্যাণের এই প্রকল্পে পশ্চিমবঙ্গকে প্রায় চার বছরে দেওয়া হয়েছে ৩৯৪.২০ কোটি টাকা।
কেন্দ্রেরই তথ্য জানাচ্ছে কেরালায় নথিভুক্ত প্রসূতিদের মধ্যে প্রকল্পের অর্থ পাওয়ার হার ৭৬.৭১ শতাংশ, পাঞ্জাবে ৯৪.১৯ শতাংশ। উত্তরাখণ্ডেও প্রসূতিদের অর্থ প্রাপ্তির হার ৮৬.২৭ শতাংশ। রাজ্যে রাজ্যে নথিভুক্ত প্রসূতিদের মধ্যে প্রকল্পের অর্থ প্রাপ্তির হারে ফারাক রয়েছে। কিন্তু কেন্দ্রের তথ্যে অন্তত আর কোনও রাজ্য নেই যেখানে নথিভুক্ত প্রসূতিদের ১ শতাংশও প্রকল্পের অর্থ পাননি।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য জানাচ্ছে, প্রসূতি মৃত্যুর হার উল্লেখযোগ্য মাত্রায় এগিয়েছে দেশে। ২০১৪-তে প্রতি ১ লক্ষ জন্মে প্রসূতি মৃত্যুর হার ছিল ১৩০। তা এখন কমে হয়েছে ৯৩। জানানো হয়েছে যে শিশু মৃত্যুর হার একই সময়ে প্রতি হাজার জন্মে ৩৯ থেকে কমে হয়েছে ২৭।
বিশ্ব ব্যাঙ্কের তথ্য দেখাচ্ছে শিশুমৃত্যুর হার চীনে প্রতি ১ হাজার জন্মে ৪.৯। ইউরোপীয় ইউনিয়নে এই হার ৩.১৭।
সদ্যোজাত মৃত্যুর হার প্রতি হাজার জন্মে ভারতে ২০২১-এ থেকেছে ১৯। কেন্দ্র বলেছে যে এই ক্ষেত্রটিতেও দেশ এগিয়েছে। ২০১৪-তে এই হার ছিল ২৬।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ২০২১’র হিসেব অনুযায়ী দেশের জন্মবৃদ্ধির হার ২। এই হার স্থিতিশীল রয়েছে। কন্যা সন্তান জন্মের হার প্রতি ১ হাজার পুত্র সন্তানে ৮৮৮ থেকে বেড়ে ৯১৩ হয়েছে।
গত ৭ মে নমুনা নথিভুক্তি ব্যবস্থা বা ‘স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম’রিপোর্ট প্রকাশ করেছে রেজিস্ট্রার জেনারেলের দপ্তর। তার ভিত্তিতেই এই হিসেব করা হয়েছে।
Maternal Mortality
রাজ্যে প্রসূতিদের ১ শতাংশও পাননি প্রকল্পের অর্থ, দেশে প্রসূতি মৃত্যুর হার এখনও ৯৩

×
Comments :0