নির্বাচন কমিশন মানবে কিনা অনিশ্চিত। তবে বিরোধীদের বক্তব্য যে গুরুত্বপূর্ণ তা দেখিয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আধার, ভোটার কার্ড এবং রেশন কার্ডও প্রমাণপত্র হিসেবে বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে বলেছে সুপ্রিম কোর্ট।
আচমকা গত ২৪ জুন নির্দেশিকা পাঠিয়ে বিহারে ভোটার তালিকায় ‘বিশেষ গভীর সংশোধন’ চালুর ঘোষণা করে কমিশন। ১১টি নথির মধ্যে কোনও একটি দিতে বলা হয় ২০০৩’র পর নাম উঠেছে ভোটদাতাদের এমন অংশকে। গোটা প্রক্রিয়ার সময়সীমা মাত্র এক মাস হওয়ায় বহু পরিযায়ী শ্রমিক, প্রান্তিক অংশের মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা জানায় বিজেপি বিরোধী দলগুলি। আধার কার্ডকে কেন প্রমাণ হিসেবে বিবেচনা করা হবে না, কেন বাবা-মায়ের পরিচয় সংক্রান্ত নথি চাওয়া হচ্ছে, সে প্রশ্নও তোলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার রায়ের পরও পাটনায় সে প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তিনি।
এদিন সন্ধ্যায় নির্বাচন কমিশন বিবৃতিতে দাবি করেছে যে সময়সীমার ১৯ দিন বাকি থাকতেই ৬৬.১৬ শতাংশ ফর্ম জমা পড়ে গিয়েছে। মোট ৭ কোটি ৯০ লক্ষের কিছু বেশি ফর্ম বিলি করা হয়েছে ভোটদাতাদের মধ্যে। জমা পড়েছে ৫ কোটি ২২ লক্ষ ৪৪ হাজার ফর্ম।
এর আগে, কমিশন ৬ জুলাই জানিয়েছিল যে জমা ফর্মের মধ্যে যে সংখ্যায় কমিশনের ওয়েবসাইটে আপলোড করা গিয়েছে তা বিলি হওয়া মোট ফর্মের ৭.২৫ শতাংশ। গত ৩ জুলাই কমিশনে গিয়ে বিপুল অংশের ভোটাধিকার কেড়ে নেওয়া সংক্রান্ত আশঙ্কা জানায় কংগ্রেস, আরজেডি সহ বিরোধী দলগুলির প্রতিনিধিরা। তারপর কমিশন প্রমাণপত্র ছাড়াই ফর্ম জমা নিতে শুরু করেছে। সে কারণে ফর্ম জমার হার বেড়েছে। তবে কমিশন জানিয়েছে ১ সেপ্টেম্বরের আগে প্রমাণ জমা দিতে হবে। সূচি অনুযায়ী ২৬ জুলাই পর্যন্ত ফর্ম নেওয়া হবে। ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে এর মাঝে, ২৮ জুলাই। ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক করেছে কমিশন।
‘বিশেষ গভীর সংশোধন’ সংক্রান্ত পর্যবেক্ষণে বিচারপতি সুধাংশু ধুলিয়া কমিশনের আইনজীবীকে বলেছেন, ‘‘ন্যায়ের স্বার্থে আধার, কমিশনেরই দেওয়া ভোটদাতার সচিত্র পরিচয়পত্র এবং আধার কার্ডও বিবেচনা করতে পারে।’’ তিনি বলেন, ‘‘আধার কার্ড কমিশন বাদ রাখতে পারে। তবে কেন এই নথি প্রমাণ হিসেবে বিবেচিত হবে না তার ব্যাখ্যা আদালতে দিতে হবে।’’
এদিন শীর্ষ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচীও। বেঞ্চ বলেছে, ‘‘কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে আবেদনকারীরা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন যা গণতন্ত্রের একেবারে মূলে রয়েছে- তা হলো ভোটাধিকার।’’
Bihar SIR
ভোটাধিকারের প্রশ্ন গণতন্ত্রের মূলে, বিহারের ভোটার তালিকা মামলায় বলছে সুপ্রিম কোর্ট

×
Comments :0