লর্ডসে গড়িয়ে চলেছে ভারত ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট । ১-১ ড্র থাকা সিরিজে এগিয়ে যেতে দুই দল নেমেছে কোমড় বেঁধে। বর্তমানে বোলিং করছে ভারত। তবে ভারতের নির্ভরযোগ্য উইকেট রক্ষক ঋষভ পন্থকে মাঝপথেই তুলে নেওয়া হয়েছে। বুমরার বল সোজা গিয়ে লাগে ঋষভের আঙুলে। এর আগেই অবশ্য সেই জায়গায় হালকা চোট ছিল ঋষভের। ওই জায়গায় আবারো চোট পান তিনি। তার পরিবর্ত হিসেবে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন ধ্রুব জুড়েল।
India vs England Test Series
চোটের কারণে মাঝপথেই তুলে নেওয়া হল পন্থকে

×
Comments :0