বাংলা বলার অপরাধে ওড়িশায় আটক ১৬ পরিযায়ী শ্রমিক। উদ্বেগে পরিবার। চর সুজাপুর চাইছে অবিলম্বে এই ১৬ জনকে ফিরিয়ে আনার উদ্যোগ নিক প্রশাসন। শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশী সন্দেহে ওড়িশার ঝাড়সুগদা জেলার বিজয়নগর থানার পুলিশ ১৬ জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। এই শ্রমিকেরা সবাই পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ২ নম্বর ব্লকের মৌগ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর গ্রামের বাসিন্দা। তাঁদের আটকের খবরে চরম উৎকণ্ঠা ছড়িয়েছে গোটা গ্রামে। পরিবারগুলোর রাতের ঘুম উড়ে গেছে, কবে প্রিয়জন ফিরে আসবে সেই প্রহর গুনছে সবাই।
উল্লেখ্য, সুজাপুর গ্রামের বহু শ্রমিক বছরের পর বছর ধরে ওড়িশা সহ দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শ্রমের কাজ করেন। এবারে আটক হওয়া শ্রমিকদের মধ্যে কেউ ১০ বছর ধরে, কেউ বা ২০ বছর বা তারও বেশি সময় ধরে ওড়িশার বিভিন্ন ইটভাটা ও নির্মাণ সাইটে কাজ করছেন। কিন্তু তিন দিন আগে তাঁদের পরিবারের কাছে খবর আসে স্থানীয় থানা তাঁদের বাংলাদেশি নাগরিক হিসেবে সন্দেহ করে আটক করেছে।
সুজাপুরের তারেক পরিবারের একাধিক সদস্যসহ ১৬ জন শ্রমিককে আটকের পর তাঁদের পরিবার প্রয়োজনীয় পরিচয়পত্র ও সরকারি কাগজপত্র পাঠালেও ওড়িশা পুলিশ তাঁদের ছাড়েনি। বাধ্য হয়ে পরিবারগুলি গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়।
মৌগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ জানিয়েছেন, ‘‘এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে ভারতেই বসবাস করছেন, তাঁদের বৈধ পরিচয়পত্র রয়েছে। শুধুমাত্র ভাষাগত কারণে কাউকে বাংলাদেশি বলা একেবারেই অন্যায়। এ বিষয়ে কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও, থানার আইসি জানিয়েছেন এরা সকলেই ভারতীয়। দ্রুত এই ১৬ জন শ্রমিককে মুক্ত করে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করার চাপ বাড়ছে প্রশাসনের উপর।
পরিবারগুলোর তরফে জানানো হয়েছে, তাঁরা প্রতিনিয়ত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে সন্তান, স্বামী বা ভাইয়ের মুখ আবার কবে দেখতে পাবেন, সেই অপেক্ষার প্রহর যেন আর কাটে না পরিবারের।
এই ঘটনা রাজ্য স্তরেও আলোড়ন তুলেছে। মানবাধিকার সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলোও বিষয়টির উপর নজর রাখছে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ভাষার ভিত্তিতে জাতীয়তার প্রশ্ন তোলা একধরনের সাংস্কৃতিক বৈষম্য ও নাগরিক অধিকারে হস্তক্ষেপ এমনটাই অভিযোগ করছেন কেতুগ্রামের মানুষ।
চর সুজাপুরের পরিবারগুলোর একটাই দাবি ‘‘আমাদের লোকজন ভারতীয় নাগরিক, পরিশ্রম করে দিন গুজরান করে। তাঁদের অপরাধ একটাই ওঁরা বাংলায় কথা বলেন। সেটাই যদি অপরাধ হয়, তাহলে আজ আমরা এখানকার সবাই অপরাধী।
Migrant Workers
উৎকণ্ঠায় ওড়িশায় আটক কেতুগ্রামের ১৬ পরিযায়ী শ্রমিকের পরিবার

×
Comments :0