সাউথ ক্যালকাটা ল কলেজের পর আইআইএম জোকা, ফের দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন একজন পড়ুয়া।
প্রতিষ্ঠানের বয়স হোস্টেলে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তাকে আচ্ছন্ন করে ধর্ষণ করা হয় বলে দাবি করেছেন নির্যাতিতা। ইতিমধ্যে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রশ্ন উঠছে কি ভাবে নিরাপত্তারক্ষীদের আড়াল করে একজন মহিলাকে অভিযুক্ত হোস্টেলে ঢোকালেন। আইআইএম জোকার পক্ষ থেকে জানানো হচ্ছে হোস্টেলে প্রবেশের সময় তাদের রেজিস্টার খাতায় নাম লেখাতে হয়। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0