লর্ডসে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত। ইংল্যান্ডের প্রথম ইনিংসে চলেছিল শুধু বুমরার রাজত্ব। ফের একবার ফাইফার ( ৫ উইকেট ) নিয়ে রেকর্ড গড়লেন বুমরা। জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস , ক্রিস উওক্স ও জোফ্রা আর্চারের উইকেট নেন বুমরা। জো রুট ১৯৯ বলে ১০৪ রান করেন । পরবর্তীতে ব্যাট করতে নেমে ভারত হারিয়েছে ৩ উইকেট। গিল, করুন নায়ার ও যশস্বীকে আউট করেছেন আর্চার, বেন স্টোকস ও ক্রিস উওক্স । ভারতের স্কোর ১৪৫ রান। ক্রিজে রয়েছেন রাহুল ( ৫৩ রান ) ও ঋষভ পন্থ ( ১৯ রান ) ।
India vs England Test Series
বুমরার ৫ উইকেট , ২৪২ রানে পিছিয়ে ভারত

×
Comments :0