Chhattisgarh Maoist Encounter

ছত্তিশগড়ে গুলিতে নিহত ১৪ মাওবাদী, দাবি পুলিশের

জাতীয়

গুলি বিনিময়ে মাওবাদী বাহিনীর ১৪ জন নিহত হয়ে দাবি করেছে ছত্তিশগড়ের পুলিশ। বিজাপুর ও সুকমা- বস্তারের এই দুই জেলায় অপারেশন চলে শুক্রবার রাত থেকে। 
পুলিশ জানিয়েছে যে বিজাপুরে নিহত দুই মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে মাওবাদী নেতা হুঙ্গামকদমের দেহও মিলেছে বলে দাবি করেছে পুলিশ। বিজাপুর জেলার গগনপল্লী গ্রামে ঘন জঙ্গল থেকে দুই দেহ উদ্ধার হয়েছে। 
শনিবার অপারেশনে নিহত মাওবাদীদের ১২ জনের সঙ্গে গুলি বিনিময় সুকমায় হয়েছে বলে জানানো হয়েছে। 
ছত্তিশগড়ে খনিজে সমৃদ্ধ এলাকায় পরপর অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী। গুলিবিনিময়ে মাওবাদীদের নিহত হওয়ার দাবি প্রশাসন জানালেও বিভিন্ন স্তরে এই দাবি নিয়ে বিরোধ রয়েছে। আদিবাসী প্রধান জঙ্গল এলাকায় খনিজ সম্পদের উত্তোলন বিনা বাধায় করার প্রয়াস বলেও উঠেছে অভিযোগ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে একাধিক। 
পুলিশ জানিয়েছে শুক্রবার অপারেশন শুরু হয় সুকমার পালোদি ও পাটনপল্লী থেকে। দুই এলাকাই কিস্তারাম থানা এলাকায়। শনিবার ভোরে গুলিবিনিময় শুরু হয়।

Comments :0

Login to leave a comment