Venezuela CITU

ভেনেজুয়েলায় হামলার প্রতিবাদ বিশাখাপত্তনমে সিআইটিইউ সম্মেলনে

জাতীয়

বিশাখাপত্তনমের প্রতিবাদ। ছবি: অমিত কর

সিআইটিইউ সম্মেলনের মাঝেই বিশাখাপত্তনমে রাস্তায় নেমে এসে প্রতিনিধিরা স্লোগান তুললেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা থেকে হাত ওঠাও।’ 
বিশাখাপত্তনমে চলছে সিআইটিইউ সর্বভারতীয় অষ্টাদশ সম্মেলন। এদিন সম্মেলনের মধ্যেই খবর আসে যে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে আমেরিকা। এমনকি ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে বন্দি করার দাবি করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
শনিবারই সিপিআই(এম) পলিট ব্যুরো সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিন্দা করে প্রতিবাদের আহ্বান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন অংশ আমেরিকার জঘন্য দখলদারির বিরুদ্দে সোচ্চার। সেই প্রতিবাদে গলা মেলালো বিশাখাপত্তনম।

Comments :0

Login to leave a comment