কবিতা
মুক্তধারা
নতুন বছর
পল্লবী আদক
২০২৬ জানুয়ারি ৫ | বর্ষ ৩
নতুন বছর এলো আবার,এই বছর তো হলো শেষ!
বছর শেষের সুখ দুঃখের রয়ে গেছে বিরাট এক রেশ।
দুঃখ ভুলে, সবে মিলে গাইবো মোরা জীবনেরই জয়গান,
নতুন বছর নতুন কিছু হবে, বছর টাকে করবো আহ্বান।
নতুন বছর মানেই সারা দিন মন থাকবে খুশি আর খুশি,
বছর টা বহন করে আনছে তো তাই সকলের মুখে হাসি।
আড্ডা,গান, হইহুল্লোড়ে কাটবে যে ওই বড় বেলা,
আট থেকে আশি মাতবে আনন্দে, বইবে খুশির মেলা।
এই নতুন বছরে থাকবে নতুন আশা আর তার আলো,
প্রার্থনা করি,নতুন বছর মোদের সবার হোক ভালো।।
Comments :0