ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের কড়া নিন্দা করল সিপিআই(এম) পলিট ব্যুরো। লাতিন আমেরিকার এই দেশের বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে আমেরিকা।
পলিট ব্যুরো বলেছে, ভেনেজুয়েলায় সরকার বদলে দিতে নৌসেনা সহ সামরিক বাহিনী গত কয়েক সপ্তাহ ধরেই আমেরিকা বাড়তি মাত্রায় মোতায়েন করেছে। ডিসেম্বরে ঘোষিত আমেরিকার সুরক্ষা কৌশলের আসল চেহারা সামনে এসে গিয়েছে। প্রতিবাদের ডাক দিয়েছে পলিট ব্যুরো।
সিপিআই(এম)’র দাবি ক্যারিবিয়ানে মার্কিন আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। সরাতে হবে সেনা। লাতিন আমেরিকাকে শান্তিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে। কোনও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা চলবে না। রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদকে এই আগ্রাসনের নিন্দা করে পাশ করতে হবে প্রস্তাব। পলিট ব্যুরোর দাবি, আন্তর্জাতিক স্তরে আমেরিকার ওপর এই আগ্রাসন বন্ধের জন্য চাপ তৈরি করতে হবে।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই ক্যারিবিয়ান সাগরে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা। নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে নৌসেনার জাহাজ থেকে গোলা ছোঁড়া হয়েছে ভেনেজুয়েলার বিভিন্ন নৌযানে। ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আন্তর্জাতিক কোনও স্তরে প্রমাণ তো দূর, আলোচনারও বিষয় হয়নি। হামলার পরপরই ভেনেজুয়েলা বলেছে আসলে সব তেলের খনি দখল করতে চাইছে আমেরিকা। তাই নির্বাচিত বামপন্থী রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে জোর করে সরাতে চাইছে।
পশ্চিমবঙ্গে জেলায় জেলায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে চলছে ‘গণশক্তি’-র ৬০ বর্ষপূর্তির অনুষ্ঠান। তার পরই শিয়ালদহ পর্যন্ত হবে প্রতিবাদ মিছিল।
Comments :0