গণশক্তি ৬০ বছরে। মেহনতি মানুষের পক্ষে ভূমিকা নিয়ে চলেছে অবিরত। বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে। গণশক্তি পত্রিকার সম্পাদক শমীক লাহিড়ী বলেছেন, শমীক লাহিড়ী
প্রতি মুহূর্তে বাধা আক্রমণ প্রতিকূলতার মধ্য দিয়ে গত ৬০ বছর ধরে গণশক্তি চলছে। শ্রদ্ধা জানাচ্ছি গত এক বছরে গণশক্তি এবং অন্যান্য যেই সংবাদ কর্মীরা প্রয়াত হয়েছেন।
স্রোতের বিপক্ষে চলে গণশক্তি, আত্মসমর্পণ করেনি লড়াই থেকে পিছিয়ে আসেনি। গণশক্তি অন্যতম পত্রিকা যারা নিরবিচ্ছিন্ন ভাবে ৬০ বছর ধরে কাগজ চাপিয়ে আসছে। বহু শুভানুধ্যায়ী আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে।
বহু সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে চলেছে, মানুষের সমর্থন নিয়ে এগিয়ে যাবে।
এদিন অর্ক মুখার্জির সঙ্গীত এবং ভারতীয় গণনাট্য সঙ্ঘের পরিবশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সভাপতিত্ব করছেন প্রবীন সিপিআই(এম) নেতা বিমান বসু। মঞ্চে রয়েছে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্য মিশ্র, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ।
Comments :0