India vs SA Eden

ইডেনে টেস্ট জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার মতো, বলছেন কনরাড

খেলা

 ইডেনে টেস্ট জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়ের সমান। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার কোচ সুক্রি কনরাড। বুধবার ইডেনে সাংবাদিক সম্মেলনে বললেন, ‘কঠিন চ্যালেঞ্জ। আমার কোচিং কেরিয়ারে সম্ভবত সবথেকে কঠিন চ্যালেঞ্জ ছিল ফাইনাল খেলা। কিন্তু এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমান।’
ভারতের মাঠগুলিতে স্পিনে বেশি কাজ করে। তাই দলে একাধিক স্পিনার রেখেছেন কনরাড। বললেন, ‘ভালো স্পিনার সবসময় আমাদের থাকে। আমাদের যথেষ্ট ভালো অব স্পিনার আছে। আমরা মনে করছি, ভারতকে সমস্যায় ফেলার মতো অস্ত্র আমাদের রয়েছে।’ 
দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার ভারতে আইপিএল খেলেন। তাই কিছুটা স্বস্তিতে রয়েছেন কনরাড। তাঁর কথা থেকেই ধরা পড়ল এই মনোভাব। তিনি বললেন, ‘ভারতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আইপিএল খেলে। তাদের কাছে এই পরিবেশ অচেনা নয়। আমরা আত্মবিশ্বাসী। আমরা ইতিহাস গড়তে পারি।’ তবে তিনি স্বীকার করলেন দু’দলেই বিশ্ব মানের ক্রিকেটার রয়েছে। ফলে ভালোই প্রতিদ্বন্ধিতা হবে। বললেন, ‘দু’দলেই বিশ্ব মানের ক্রিকেটার রয়েচছে। দু’দিকের ফাস্ট বোলাররা ম্যাচে প্রভাব ফেলবে। ফলে আকর্ষণীয় প্রতিদ্বন্ধিতা হবে।’
সিএবি’র বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি দক্ষিণ আফ্রিকা টি-২০ প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। সেই সম্পর্কে কনরাড বললেন, ‘দাদার মতো আইকনের পাশে থাকলে এসএটি-২০ নিয়ে কথা হবে। তিনি নিশ্চয়ই সাহায্য করবেন।’ 
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছেন। দীর্ঘদিন বাদে টেস্ট জিতেছেন সেই দেশে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর এই সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকার। কনরাডের কথায় সেই আত্মবিশ্বাসের ছোঁয়া। তিনি বললেন, ‘পাকিস্তান থেকে অনেকটা আত্মবিশ্বাস অর্জিত হয়েছে। বাভুমা তো আমাদের সাফল্যের স্তম্ভ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় একটা বড় ব্যাপার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করাও বেশ ভালো ব্যাপার। আমরা এমন পারফরম্যান্স চাই যাতে ইতিহাস গড়তে পারি।’ 
ইডেনের পিচ সম্পর্কে জিজ্ঞাসা করায় কনরাড বললেন, ‘একেবারে নির্ভেজাল কলকাতার উইকেট। আমি অন্য কিছু আশা করিনি। সুইং হবে। বল সুইং করা শুরু করবে বিকেলের দিকে। বল স্পিনও করবে। খুব একটা অবাক হচ্ছি না উইকেটের ব্যাপারে।’ 
শেষে কনরাড বললেন, ‘নতুন তারকারা রয়েছে। তারা লড়াকু। দলে আত্মবিশ্বাস আছে। সুস্থ প্রতিযোগিতা হবে।’

Comments :0

Login to leave a comment