Winter session

এথিক্স কমিটির রিপোর্ট পেশ উত্তাল সংসদ

জাতীয়

শুক্রবার লোকসভায় পেশ হওয়ার কথা মহুয়া মৈত্র কাণ্ডে এথিক্স কমিটির রিপোর্ট। এদিন বেলা ১২ টায় সংসদে রিপোর্ট পেশ হয়। মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে রিপোর্টে।

 বিরোধী সাংসদদের দাবি রিপোর্টের ভিত্তিতে আলোচনা করতে হবে সংসদে। সেই দাবি মানতে নারাজ সরকার পক্ষ। 
ইন্ডিয়া মঞ্চের সব সংসদ এই বিষয় ঐক্য বদ্ধ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বেলা ২ টা পর্যন্ত মুলতুবি করা হয় অধিবেশন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন