Mausam Benazir Noor

তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মৌসম

রাজ্য

দিল্লিতে জয়রাম রমেশের সঙ্গে মৌসম বেনজির নুর ও শুভঙ্কর সরকার।

তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। শনিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তাঁর কংগ্রেসে ফেরার ঘোষণার সময় ছিলেন জাতীয় কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। 
কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত গনিখান চৌধুরীর পরিবারের সদস্য মৌসম। কংগ্রেসের সাংসদ ছিলেন মালদহেরই একটি আসন থেকে। পরে, ২০১৯ সালে তিনি যোগ দেন তৃণমূলে। মালদহ উত্তর থেকে তাঁকে প্রার্থী করে কংগ্রেসের ভোটে ভাগ বসায় তৃণমূল। ওই কেন্দ্রে জয়ী হয় বিজেপি। 
দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন ধর্মনিরপেক্ষতা এবং শান্তির পক্ষে কংগ্রেসের সঙ্গে কাজ করবেন। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসি’র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর।

Comments :0

Login to leave a comment